বঙ্গ কন্যার জয়জয়কার! স্বীকৃতি মিলল বিশ্বে, যা আবিস্কার করে ফেললেন….ধন্য ধন্য করছে বিশ্ববাসী

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিশ্বমঞ্চে ফের এক বাঙালির জয়জয়কার। যে বাঙালির কথা আজ জানাতে চলেছি তাঁর নেশা বলতে নতুন কিছু আবিষ্কার। বিদেশের মাটিতে বঙ্গ তনয়ার এই সাফল্য গর্বিত করেছে গোটা রাজ্য তথা দেশকে। এমআইটির প্রফেসর বঙ্গ কন্যা দেবলীনা সরকার (Deblina Sarkar) আবিষ্কার করেছেন একটি চিপ (Chip)।

দেবলীনা সরকারের (Deblina Sarkar) আবিষ্কার

ক্ষুদ্রাকার এই চিপটির আকার একটি ধূলিকণার থেকেও ছোট। এমনকি হাতে নিলেও এটিকে অনুভব করা যায় না। তবে অতি পাতলা ও হালকা এই চিপের ক্ষমতা তাক লাগিয়ে দিয়েছে বিজ্ঞান মহলকে। বিশ্বের একাধিক সায়েন্স জার্নাল (Science Journal) বঙ্গকন্যার এই আবিষ্কারকে বছরের সেরা আবিষ্কার বলেও উল্লেখ করেছে।

Deblina Sarkar

বাটানগরের (Batanagar) বাসিন্দা দেবলীনা সরকার (Deblina Sarkar) নবনালন্দা স্কুলের প্রাক্তন ছাত্রী। ইন্ডিয়ান স্কুল অফ মাইনস, জার্মানির উজবার্গ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করে বর্তমানে ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট অফ টেকনোলিজ বা এমআইটির প্রফেসর। বাটানগরের দেবলীনা এমআইটির ন্যানো-সাইবারনেটিক বায়ট্রেক ল্যাবের চিফ সায়েন্টিস্ট।

আরোও পড়ুন : এবার সমগ্র বিশ্বকে চমকে দিলেন ভারতীয় বিজ্ঞানীরা! সমুদ্রের তলায় খুঁজে পেলেন বিরাট খাজানা

ছোট থেকেই বিজ্ঞানের প্রতি আকর্ষণ ছিল তাঁর। নেশা বলতে নতুন কিছু আবিষ্কারের। সেখান থেকেই বিশ্বের অন্যতম হালকা ও ছোট চিপ বানিয়ে বিজ্ঞানী মহলে সারা ফেলে দিয়েছেন তিনি। তবে এই চিপ তৈরি করেই থেমে যেতে রাজি নন তিনি। বর্তমানে একাধিক প্রজেক্টের সাথে যুক্ত দেবলীনা। এই বঙ্গ তনয়া দাবি করেছেন, অনেক অসাধ্য সাধন করতে পারে তাঁর আবিষ্কৃত চিপ।

দেবলীনা খুব কম শক্তি নিয়ে কাজ করতে পারে এমন বৈদ্যুতিক প্যানেল, ক্যান্সার নিরাময়ে প্রযুক্তিগত উন্নতি, মস্তিষ্কের গঠনগত ও সেটির পরিবর্তনশীল বিষয় নিয়ে পোস্ট ডক্টরাল করেছেন। সেখান থেকেই অভিজ্ঞতা সংগ্রহ করে চিপ তৈরির অনুপ্রেরণা পেয়েছেন তিনি। জটিল রোগ নিরাময় থেকে স্মৃতিশক্তির ক্ষমতা বৃদ্ধি, এমন একাধিক কাজে মানুষের সহায়ক হতে পারে এই চিপ।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X