IPL-এর সেই ৪ ব্যাটার যারা ১০০ টি ম্যাচে অন্তত ১টি ছক্কা মেরেছেন! কতজন ভারতীয়? জানলে অবাক হবেন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর মাত্র ২৫ দিন পর শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ। তার আগে আইপিএল নিয়ে এখন থেকেই আগ্রহী হতে শুরু করেছে ক্রিকেট সমর্থকরা। কারণ তিন বছরের অস্বস্তির অবসান ঘটিয়ে চিরাচরিত নিয়মে আরম্ভ হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ১৬ তম সংস্করণ। করোনার ভ্রূকুটির কারণে গত তিন বছর নির্দিষ্ট হোম-অ্যাওয়ে ফরম্যাটে আয়োজন করা যায়নি এই মিলিয়ন ডলার লিগটি। এখন ফের একবার প্রতিটি ফ্র‍্যাঞ্চাইজি নিজ নিজ সমর্থকদের সামনে ম্যাচ খেলার সুযোগ পাবে।

আজকের এই প্রতিবেদনে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আইপিএলের ইতিহাসে মাত্র চারজন ক্রিকেটার আছেন যারা ১০০ বা তার বেশি ম্যাচে অন্তত ১টি ছক্কা মারতে পেরেছেন। আশ্চর্যের ব্যাপার এই তালিকার মধ্যে কোনও বিদেশি ক্রিকেটার নেই। তালিকাটি নীচে তুলে ধরা হলো:

raina

সুরেশ রায়না: চেন্নাই সুপার কিংস, গুজরাট লায়ন্সের হয়ে দীর্ঘদিন আইপিএল খেলা রায়না পরিচিত ছিলেন মিস্টার আইপিএল নামে। বহুদিন সাফল্যের সাথে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন তিনি এবং একাধিকবার এই ট্রফি জেতার সৌভাগ্য হয়েছে তার। রায়না আইপিএলে ২০৫ টি ম্যাচ খেলেছেন যার মধ্যে ১০২ টি ম্যাচে তিনি অন্তত একটি করে ছক্কা মেরেছেন।

VIRAT KOHLI 8

বিরাট কোহলি: আইপিএলের শুরু থেকে বর্তমান সময়ে অভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সাফল্যের সাথে খেলে যাচ্ছেন বিরাট কোহলি। বর্তমানে তিনি আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ স্কোরার। এখনো আইপিএল জিততে পারেননি বটে, কিন্তু এই টুর্নামেন্টে তার পরিসংখ্যান যে কোনও ক্রিকেটারের কাছে ঈর্ষণীয়। তিনি এই তালিকায় তৃতীয় স্থানে আছেন এবং ২২৩ টি ম্যাচ খেলে তিনি অন্তত ১০৬ টি ম্যাচে একটি করে ছক্কা মেরেছেন।

rohit sharma 5

রোহিত শর্মা: ডেকান চার্জাস এবং মুম্বাই ইন্ডিয়ান্স দুই দলের হয়ে আইপিএল জেতা এই ভারতীয় তারকা আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড় এবং অধিনায়কদের মধ্যে একজন। শুধুমাত্র খেলোয়াড় এবং অধিনায়ক দুই হিসেবেই আইপিএলের ট্রফি ঘরে তোলার রেকর্ড আছে তার। পরিসংখ্যান বলছে ২২৭টি ম্যাচ খেলে ১১১ টি ম্যাচে অন্তত একটি করে ছক্কা মারার রেকর্ড রয়েছে তার নামের পাশে।

মহেন্দ্র সিংহ ধোনি: এই তালিকার একমাত্র নাম যিনি টপ অর্ডারে নয়, মিডল অর্ডারে ব্যাটিং করেন। অসংখ্যবার তিনি চেন্নাই সুপার কিংসকে আইপিএল ট্রফি জিতিয়েছেন নিজের পারফরম্যান্স এবং অধিনায়কত্ব দিয়ে। যদিও সিএসকে বাদে অন্য কোনও দলের হয়ে তার সাফল্যর হার বেশ কম। আইপিএলে মোট ২৩৪ ম্যাচ খেলা সিএসকে অধিনায়ক ১১৬ টি ম্যাচে অন্তত একটি করে ছক্কা মেরেছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর