শেষ ১৬-র প্রথম পর্বে প্যারিসের মাঠে মেসি, এমবাপ্পেদের টেক্কা বায়ার্নের! হেরেও চিন্তিত নয় PSG

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের (UCL) শেষ ১৬ পর্যায়ে, প্রথম পর্বের ম্যাচে বায়ার্ন মিউনিখের (Bayern Munich) কাছে হার মানতে বাধ্য হলো পিএসজি (PSG)। নিজেদের ঘরের মাঠে ০-১ ফলে হেরে কিছুটা চাপে পড়ে গিয়েছে ফ্রান্সের চ্যাম্পিয়নরা। তবে গত মরশুম থেকে যেহেতু অ্যাওয়ে গোলের সুবিধা উঠিয়ে দিয়েছে ইউয়েফা (UEFA), তাই পরিস্থিতি কিছুটা কঠিন হলেও অসম্ভব হয়ে যায়নি। কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করতে হলে জার্মান জায়ান্টসদের তাদের ঘরের মাঠে অন্তত ০-২ ফলে হারাতে হবে মেসিদের (Lionel Messi)।

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপ্পেকে বেঞ্চে রেখে শুরু করেছিল প্যারিসের ক্লাবটি। নেইমার ও মেসিকে দিয়ে আক্রমণ ভাগ সাজিয়েছিলেন ক্রিস্টোফার গালতিয়ের। বায়ার্ন মিউনিখ দলেও চোটের কারণে ছিলেন না সাদিও মানে। বেঞ্চে ছিলেন টমাস মুলার, সার্জ গ্যানাব্রীর মতো তারকা ফুটবলাররা। সানে ও মুসিয়ালার সাথে প্রাক্তন পিএসজি স্ট্রাইকার এরিক চুপো মোতেং-কে জুড়ে দিয়েছিল বায়ার্ন কোচ নাগেল্সম্যান। ডি লিট, উপমেকোনো, পাভার্ডকে দিয়ে সাজানো হয়েছিল রক্ষণ।

প্রথমার্ধে বেশি সুযোগ তৈরি করেছিল বায়ার্ন মিউনিখ। কিন্তু তারকা ডিফেন্ডার সার্জিও র‍্যামোসের দক্ষতায় বেশ কয়েকবার রক্ষা পায় পিএসজি। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটের মধ্যে গোল করে জার্মান ক্লাবটিকে এগিয়ে দেন কিংসলে কোম্যান। এক্ষেত্রে কিছুটা দোষ ছিল পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইগি ডোন্নারুমারও। মেসি নেইমারকে দিয়ে তৈরি আক্রমণ ভাগ খুব একটা প্রভাব ফেলতে না পারায় বাধ্য হয়েই পুরোপুরি সুস্থ না থাকা এমবাপ্পেকে মাঠে আনেই পিএসজি কোচ।

তিনি মাঠে নামার পর থেকে পিএসজির আক্রমণের ঝাঁঝ বেড়েছিল। দুবার বায়ার্নের জালে বল জড়িয়ে দিয়েছিলেন এমবাপ্পে। কিন্তু দুইবারই অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। শেষ পর্যন্ত নিজেদের ঘরের মাঠে হারতে হয় তাদের। তাদের সামনে আপাতত লক্ষ্য হচ্ছে অ্যালিয়ানজ এরিনায় গিয়ে জার্মান চ্যাম্পিয়নদের ২ গোলের ব্যবধানে হারানো। অন্তত ১ গোলে জিতলেও ম্যাচ করাবে টাইব্রেকার অবধি।

গতকাল চ্যাম্পিয়ন্স লিগের অপর খেলায় এসি মিলান প্রথম পর্বে ব্রাহিম দিয়াজের গোলে নিজেদের মাঠে হারিয়েছে আন্তোনিও কন্তের টটেনহ্যাম হটস্পার্সকে। প্রায় দশ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে কোন নকআউট পর্বের ম্যাচ জিতল এসি মিলান। আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে মুখোমুখি হবে বুরুসিয়া ডর্টমুন্ড এবং চেলসি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর