সাবধান! প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বায়ু’

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক: গত মাসের শুরুর দিকে ঘূর্ণিঝড় ফণির দাপটে, ওড়িশা রাজ্যের উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর ১ মাসের মাথায় ফের শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বায়ু’ ধেয়ে আসতে চলেছে গুজরাটের দিকে।

আরব সাগরে সৃষ্ট সামুদ্রিক ঝড় গত দুদিনে আরও শক্তি সঞ্চয় কোরে এরইমধ্যে রূপান্তরিত হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। পরিস্থিতির মোকাবিলায় এরইমধ্যে প্রায় ৩ লাখ বাসিন্দাকে উপকূল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে গুজরাট, মহারাষ্ট্রসহ আশপাশের অঞ্চলগুলোতে। এরইমধ্যে বেশ কিছু অঞ্চলে শুরু হয়েছে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত। গুজরাট উপকূলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পাশাপাশি মহারাষ্ট্রসহ উপকূলের সব মাছ ধরার ট্রলারকে নির্দেশ দেয়া হয়েছে সাগরে না যাওয়ার। আসন্ন পরিস্থিতির মোকাবিলায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে সেনা, নৌ এবং কোস্ট গার্ড সদস্যদেরকেও।

X