গতিপথ পাল্টে ফের ধেয়ে আসছে বিধ্বংসী ‘বায়ু’

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক: ফের গতিপথ পরিবর্তন করে ঘূর্ণিঝড় বায়ু ধেয়ে আসছে গুজরাট উপকূলের দিকে। এই ঝড় কচ্ছ উপকূলে আছড়ে পড়তে পারে আগামী ৪৮ ঘণ্টায়। কেন্দ্রীয় আর্থ সায়েন্সের আধিকারিক এম রাজীবন সংবাদমাধ্যমে জানান, আগামী ১৭-১৮ জুন কচ্ছ উপকূলে আছড়ে পড়তে পারে বায়ু। তবে এতে শঙ্কা নেই কোনও বড়সড় বিপদের।

 

কেন্দ্রীয় আর্থ সায়েন্সের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘অতি সক্রিয়’ ঘূর্ণিঝড় বায়ু গতি হারিয়ে পরিণত হতে পারে ঝড় ও গভীর নিম্নচাপে। এটি পোরবন্দর ও ভারাভারে আসার কথা ছিল বৃহস্পতিবার। তবে ওইদিন আবহাওয়া দফতরের জানায় ঘূর্ণিঝড় বায়ু ওমানের দিকে চলে যাচ্ছে তার গতিপথ পরিবর্তন করে।

এদিকে, ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা ভেবে তিন লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা কার্যে নির্মিত করা হয়েছে এনডিআরএফ, উপকূলকরক্ষী বাহিনী, নৌ সেনা, বায়ুসেনাকে।

X