ফের বিতর্কে BBC! এবার কাশ্মীরকে ভারতের মানচিত্রের বাইরে দেখাল ব্রিটিশ সংবাদসংস্থা

বাংলা হান্ট ডেস্ক : আবারও বিতর্ক তৈরি করল বিবিসি। এবার ভারতের ম্যাপ থেকে কাশ্মীরকেই বাদ দিয়ে দিল ব্রিটিশ সংস্থা। জানা যাচ্ছে, বিবিসির (BBC) সরকারি ওয়েবসাইটে এই মানচিত্র প্রকাশ করা হয়েছে। কাশ্মীরকে (Kashmir) ভারতের বাইরে দেখানো হয়েছে বিবিসির ওই মানচিত্রে।

সম্প্রতি ২০০২ গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদির দায়িত্ব নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করে বিবিসি। যা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ভারত সরকারের তরফ থেকে অভিযোগ করে বলা হয়, বিবিসির এই তথ্যচিত্র নির্মাণের পিছনে নির্দিষ্ট কিছু উদ্দেশ্য রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছেন, ভারতকে বিভাজনের চেষ্টা করছে বিবিসি।

বিবিসি ডকুমেন্টারি ইস্যুতে কেরলের রাজ্যপাল মহম্মদ আরিফ প্রশ্ন তুলেছেন, ‘বিবিসি ভারতে ব্রিটিশদের শাসন-শোষণ, নিপীড়ন নিয়ে কোনও ডকুমেন্টারি তৈরি করছে না কেন?’ এরই মধ্যে বিবিসির ওয়েবসাইটে কাশ্মীরকে বাদ দিয়ে মানচিত্র প্রকাশ বিতর্কে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

bbc 2

২০০২ সালের গুজরাট দাঙ্গা নিয়ে ‘ইন্ডিয়া : দ্য মোদি কোয়েশ্চেন’ তথ্যচিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। এটি ভারত এবং ব্রিটেনের সম্পর্কের অবনতি ঘটাবে বলে মনে করছেন তিনি। তথ্যচিত্রটি সম্পর্কে ভারতের বিদেশমন্ত্রক তীব্র বিরোধিতা করেছে। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে তৈরি ওই তথ্যচিত্রে ঔপনিবেশিক মানসিকতাই প্রকাশ পেয়েছে।

প্রসঙ্গত, ২৯ আগস্ট ১৯৭০ সালে ‘নব্য-সাম্রাজ্যবাদী সমালোচনার কারণে ইন্দিরা গান্ধীর সমাজতান্ত্রিক সরকারের আদেশে বিবিসিকে ভারত থেকে নিষিদ্ধ করা হয়। নয়াদিল্লিতে বিবিসি প্রতিনিধি, মার্ক টুলি এবং সংবাদদাতা রনি রবসনকে ১৫ দিনের মধ্যে রাজধানীতে বিবিসি অফিস বন্ধ করার নির্দেশ দিয়েছিল তৎকালীন ভারত সরকার। বিবিসি ১৯৭১ সালের শেষ দিকে আবারও ভারতে আসে এবং ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবরও করে তারা।


Sudipto

সম্পর্কিত খবর