ফের ভারতের বিশ্বকাপের সেরা একাদশ বাছতে বসে সমস্যায় দ্রাবিড় ও BCCI! নজরে এলো এই দুই তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ যত সময় এগোচ্ছে, ততই ওডিআই বিশ্বকাপ (2023 ODI World Cup) নিয়ে উত্তেজনা ও কৌতুহল বাড়ছে। ভারতীয় দল কি সত্যিই বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পেরেছে? সেই নিয়ে প্রশ্ন ক্রিকেট প্রেমীদের মনে অবিরত ঘুরপাক খাচ্ছে। কেমন একাদশ নিয়ে মাঠে নামলে বিশ্বকাপ জেতা যাবে সেই প্রশ্ন এখনো তাদের ভাবাচ্ছে কারণ ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম‍্যান্স একেবারেই আশাব্যাঞ্জক নয়।

একাদশ গঠনে সমস্যা: রোহিত শর্মা কি করে বিশ্বকাপের সেরা একাদশ নির্বাচন করবেন সেই বিষয়ে অনেকেই একটু আশ্চর্য হয়েছে। কারণ ভারতীয় দলের কয়েকটা জায়গা নিয়ে সমস্যা কিছুতেই কাটছে না। চোট আঘাত জনিত সমস্যা বলে মাথায় দেখি ব্যাকআপ তৈরি করার কথা ছিল দলে মধ্যে। কিন্তু বিরাট কোহলি ও রোহিত শর্মা নিজের জায়গা ছেড়ে দিয়েও সেই কাজের সম্পূর্ণ সফলতা পাননি।

একটি উজ্জ্বল সম্ভাবনা: তবে ওপেনিংয়ের একটা বড় সমস্যা দূর হয়েছে বলে অনেকে মনে করছেন। শুভমান গিল গত কয়েক মাস ধরে নিজের সেরা ছন্দের ধারে কাছে নেই। কিন্তু ঈশান কিষাণ সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে দুর্দান্ত ব্যাটিং করায় সেইদিকের সমস্যাটা মিটেছে।

big ishan

সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওডিআই সিরিজের শেষ ম্যাচে সঞ্জু স্যামসন মিডল অর্ডারে অসাধারণ ব্যাটিং করায় রোহিত শর্মার একটা সমস্যা কমেছে। লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ার যদি সুস্থ হয়ে নিজেদের সেরা ছন্দে ফিরতে না পারেন তাহলে তাকে সেই জায়গায় ব্যবহার করা হতে পারে। সঙ্গে বোলারদের মধ্যে কুলদীপ যাদব ভরসা দিচ্ছেন এবং সিরিজ না খেলেও সিরাজ ভালই ছন্দে রয়েছেন। তাই সব মিলিয়ে এই মুহূর্তে যারা সুস্থ রয়েছেন তাদের কথা মাথায় রেখে যদি একাদশ নির্বাচন করা হয় তাহলে সেটা কিছুটা এইরকম হতে পারে।

ভারতের সম্ভাব্য বিশ্বকাপ একাদশ: রোহিত শর্মা, ঈশান কিষাণ, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর