বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবশেষে হলো অপেক্ষার অবসান। ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন হার্দিক পান্ডিয়া। খুব শীঘ্রই দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ডের ডাবলিনে উড়ে যাবে ভারতীয় দল। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচও খেলবে ভারত। তারপর ২৬শে জুন এবং ২৮শে জুন ডাবলিনে পটারফিল্ডদের বিরুদ্ধে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলবেন হার্দিকরা।
এইমুহূর্তে তুলনামূলক অনভিজ্ঞ ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে। সেই সিরিজে আপাতত ২-১ ফলে পিছিয়ে রয়েছে হার্দিকরা। দু একজন বাদে এই সকল প্লেয়ারই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওই সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন যাদের নেতৃত্বের দায়িত্বে থাকবেন হার্দিক, কারণ ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলার কারণে ওই সিরিজের সময় বিশ্রামে থাকবেন পন্থ।
সদ্যসমাপ্ত আইপিএল মরশুমে হার্দিক ব্যাটিং এবং বোলিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসাবেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। নতুন ফ্র্যাঞ্চাইজি হওয়া সত্ত্বেও হার্দিকের নেতৃত্বে আইপিএল ২০২২-এর শিরোপা দখল করেছে গুজরাট টাইটান্স।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি স্কোয়াড:
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), ঈশান কিষান, ঋতুরাজ গায়কোয়াড, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, দীনেশ কার্তিক (উইকেট-রক্ষক), যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিশ্নই, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক।