এশিয়ান গেমসে বঞ্চিত ধাওয়ান, নেতা রুতুরাজ! অবশেষে ভারতীয় দলে ডাক পেলেন রিঙ্কু

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) সঙ্গে প্রায় একই সময়ে আয়োজিত হওয়া সত্ত্বেও বিসিসিআই (BCCI) যে এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দলকে অংশগ্রহণ করতে পাঠাবে সেই ব্যাপারটা অনেক আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। পূর্ণশক্তির মহিলা দল হয়তো ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। কিন্তু পুরুষ দলের ক্ষেত্রে দ্বিতীয় সারির একটি দলকে পাঠানোর কথা ছিল ভারতের।

অনেকেই আশঙ্কা করেছিলেন যে এশিয়ান গেমসে হয়তো ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। কিন্তু আজ যখন বেসেছিআই সেই এশিয়ান গেমস এর স্কোয়াড ঘোষণা করল তখন বড় রকমের চমক দেখা গেল সেই দলে। পুরোপুরি তরুণ ক্রিকেটারদের ওপর নির্ভর করেই এই টুর্নামেন্ট খেলবে ভারত। এই টুর্নামেন্টের স্কোয়াডে নেই শিখর ধাওয়ান। অধিনায়ক হিসেবে চীনের মাটিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়।

সেইসঙ্গে সমর্থকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং। ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে অসাধারণ পারফরম‍্যান্স করে তিনি নজর কেড়েছিলেন। তার সাথে দুই উইকেট রক্ষক হিসেবে পাঞ্জাব কিংসের দুই তরুণ তারকা জিতেশ শর্মা ও প্রভসিমরণ সিং-কেও এই টুর্নামেন্টের দলে রাখা হয়েছে। সেই সঙ্গে টেস্ট অফিসেকে দুর্দান্ত শতরান করা যশস্বী জয়সওয়াল-ও এই টুর্নামেন্টের অংশ। অর্থাৎ বিসিআই পরোক্ষভাবে বুঝিয়ে দিল যে তাদের বিশ্বকাপের দলের পরিকল্পনায় এই তরুণ বাঁ-হাতি ভারতীয় ওপেনার নেই।

রিঙ্কুর পাশাপাশি ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা তিলক ভার্মাও এই সফরের অংশ হচ্ছেন। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক উইকেট নেওয়া অর্শদীপ সিং-কে এই স্কোয়াডে দেখে আশ্চর্য হয়েছেন অনেকেই। এখনো জোরে গোটা স্কোয়াডের ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক।

এশিয়ান গেমসের ভারতীয় স্কোয়াড: রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিশ্নই, আবেশ খান, অর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে, প্রভসিমরণ সিং (উইকেটরক্ষক)

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর