মাস্টার স্ট্রোক দিল সৌরভের বিসিসিআই, টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে ফিরলেন ধোনি-কোহলি জুটি

বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই বেজে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। পাকিস্তান সহ বেশকিছু দেশ ইতিমধ্যেই তাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এবার পালা ছিল টিম ইন্ডিয়ার। আগে থেকেই জানা গিয়েছিল ইংল্যান্ড চতুর্থ টেস্ট শেষ হলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল বেছে নেবে ভারত। সেই সূত্র ধরেই আজ দল ঘোষণা করল বিসিসিআই।

নির্বাচকদের বেছে নেওয়া দলে রয়েছে একাধিক চমক। তবে সবচেয়ে বড় চমক দলের ব্যাটিং মেন্টর হিসেবে বেছে নেওয়া হল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। কার্যত বলা যেতে পারে এই পরিকল্পনার মাধ্যমে এক দুর্দান্ত মাস্টার স্ট্রোক দিল সৌরভের বিসিসিআই। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছিলেন মাহি। আর কোহলি ধোনির সম্পর্ক যে আদর্শ গুরু-শিষ্যের এ নিয়ে কোন সন্দেহ নেই। ধোনির উপস্থিতিতে যে স্বাভাবিকভাবেই উপকৃত হবে দল তা বলাই বাহুল্য।

দলের মেন্টরের মতই একাধিক চমক রয়েছে দলেও। একদিকে যেমন রোহিত শর্মা, কে এল রাহুলকে বেছে নেওয়া হয়েছে ওপেনার হিসেবে। তেমনই দলে এসেছেন সূর্য কুমার যাদব, ঈশান কিশান, বরুণ চক্রবর্তীর মত তরুণ তুর্কিরা। আবার একই সঙ্গে দলের জায়গা পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিনের মতো অভিজ্ঞ ক্রিকেটারও। কার্যত ওয়াশিংটন সুন্দর না থাকায় রবীচন্দ্রন অশ্বিনের পাল্লা যে ভারি হচ্ছিল এ নিয়ে কোন সন্দেহ নেই।

যদিও আশা জাগালেও দলে ফিরতে পারলেন না শার্দুল ঠাকুর। তবে স্ট্যান্ডবাই টিমে রয়েছেন তিনি। একইসঙ্গে স্ট্যান্ডবাই দলে রয়েছেন আইয়ার এবং দীপক চাহারও। জোরে বোলার হিসেবে দলে বেছে নেওয়া হয়েছে অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার এবং মোহাম্মদ শামিকে। অলরাউন্ডার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়া। আরেকটি আশ্চর্যের বিষয় হলো দলে জায়গা পাননি যুজবেন্দ্র চাহাল। তার জায়গায় দলে এসেছেন রহুল চাহার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলঃ

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কেএল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ (উইকেট কিপার), ঈশান কিশান (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া , রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর