আরব আমিরশাহিতে IPL আয়োজনের জন্য মোদী সরকারের অনুমতির অপেক্ষায় BCCI

আগেই প্রত্যাশা করা হয়েছিল আর সেই মতই করোনা ভাইরাসের কারণে একপ্রকার বাধ্য হয়েই চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হয়ে যাওয়ার ফলে কার্যত দরজা খুলে গেল আইপিএলের।

তবে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দিলেন চলতি বছর যেহেতু ভারতবর্ষে করোনা ভাইরাস ব্যাপক আকার ধারণ করেছে সেই কারণে চলতি আইপিএল হতে চলেছে বিদেশের মাটিতে। জানা গিয়েছে 13 তম আইপিএলের আসর বসার ক্ষেত্রে সবার থেকে এগিয়ে রয়েছে আরব আমিরশাহি। তবে এক্ষেত্রে ভারত সরকারের কাছে অনুমতি নিতে হবে বিসিসিআইকে।

IPL 2020 2

চলতি বছর আইপিএল ভারতের পরিবর্তে যদি আরব আমিরশাহিতে করা হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোন প্রকার আপত্তি আছে কিনা সেটা জানতে চাই বিসিসিআই। আর তারপরই আইপিএল নিয়ে চূড়ান্ত ঘোষণা করবে বিসিসিআই। জানা গেছে চলতি মাসের শেষ সপ্তাহে আইপিএল নিয়ে বিশেষ বৈঠকে বসতে চলেছে বিসিসিআই কর্মকর্তারা। এই বৈঠকের পরেই আইপিএল নিয়ে যাবতীয় সিদ্ধান্ত জানা যাবে।


Udayan Biswas

সম্পর্কিত খবর