করোনা আতঙ্কের মধ্যে আইপিএল নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল বিসিসিআই

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে ভারতবর্ষে আঁছকে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। দৈনিক সাড়ে তিন লক্ষ ছাড়িয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। কাঁপছে আইপিএল! ইতিমধ্যে করোনার কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গিয়েছে অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটারও।

এমন পরিস্থিতিতে অনেকেই আইপিএল হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই সমালোচনা করেছেন কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সরাসরি জানিয়ে দিল পরিস্থিতি যাই হয়ে যাক না কেন আইপিএল বন্ধ হবেনা, আইপিএল চলবেই।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি যাই হয়ে যাক না কেন আইপিএল কোন ভাবেই বন্ধ হবে না। তবে কোন ক্রিকেটার যদি চলে যেতে চায় তাহলে তাকে আটকানো হবে না। তার ইচ্ছাকে সবসময় সমর্থন করবে ফ্র্যাঞ্চাইজি গুলি।

অলিম্পিকে সোনা জয়ী শুটার অভিনব বিন্দ্রা থেকে শুরু করে প্রাপ্তন পাক পেসার শোয়েব আক্তার সকলেই ঘুরিয়ে ফিরিয়ে আইপিএল বন্ধ করার আর্জি জানিয়েছেন। তবে এই আইপিএল এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি কোটি টাকার ব্যবসায়িক চুক্তি তাই এই মুহূর্তে আইপিএল বন্ধ রাখার কোন চিন্তাভাবনা নেই বিসিসিআইয়ের।

সম্পর্কিত খবর

X