বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিসিসিআইয়ের (BCCI) নতুন কেন্দ্রীয় চুক্তিতে দেখা গেল একাধিক চমক। কিছু ক্রিকেটারের বেতন বৃদ্ধি পেয়েছে প্রত্যাশিত ভাবেই। কেউ কেউ দীর্ঘদিন মাঠে নামতে না পারলেও নিজের একই রকম বেতন ধরে রেখেছেন। আবার ভারতীয় দলের (Team India) হয়ে খারাপ পারফরম্যান্সের কারণে বেতনের অঙ্ক কমিয়ে দেওয়া হয়েছে কিছু তারকার। এই কেন্দ্রীয় চুক্তির যাবতীয় বিবরণ রইলো প্রতিবেদনের পরবর্তী অংশ।
এতদিনে সকলেই জেনে গিয়েছেন বিসিসিআইয়ের সঙ্গে ‘গ্রেড এ প্লাস’ চুক্তিতে আবদ্ধ ক্রিকেটাররা সর্বাধিক বেতন পেয়ে থাকেন। এর আগে এই তালিকায় ছিলেন মাত্র তিনজন ক্রিকেটার এবং তারা হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরা। গত সাত-আট মাস মাঠে নামতে না পারলেও বুমরা এই চুক্তিতে নিজের জায়গা ধরে রেখেছেন। এবার এই চুক্তিতে উঠে এসেছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সাম্প্রতিক অতীতে অসাধারণ পারফরম্যান্স করে টেনে নিজেকে ভারতীয় দলের প্রত্যেকটি ফরম্যাটে অপরিহার্য প্রমাণ করেছেন। এবার থেকে তিনিও বিরাট রোহিতদের মতো বার্ষিক ৭ কোটি টাকা পাবেন।
এবার একবার ‘গ্রেড সি’ চুক্তিতে আবদ্ধ ক্রিকেটারদের তালিকাটি দেখে নেওয়া যাক। এই তালিকায় নতুন জায়গা পেয়েছেন ঈশান কিষান, দীপক হুডা, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং ও শ্রীকর ভরত। এছাড়া শার্দূল ঠাকুর, ‘গ্রেড বি’ চুক্তি থেকে ‘গ্রেড সি’-তে নেমে এসেছেন। এই চুক্তিতে নিজেদের জায়গা ধরে রেখেছেন উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল, শিখর ধাওয়ান এবং ওয়াশিংটন সুন্দর। বার্ষিক ১ কোটি টাকা পাবেন তারা বিসিসিআইয়ের কাছ থেকে।
‘গ্রেড বি’-তে নিজেদের জায়গা ধরে রেখেছেন চেতেশ্বর পূজারা, শ্রেয়স আইয়ার ও মহম্মদ সিরাজ। শুভমান গিল এবং সূর্যকুমার যাদব এই তালিকায় নতুন উঠে এসেছেন ‘গ্রেড সি’ থেকে। খারাপ পারফরম্যান্সের কারণে ‘গ্রেড এ’ থেকে এই তালিকায় নেমে এসেছেন লোকেশ রাহুল। ‘গ্রেড এ’-তে রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি এবং রিশভ পন্থ রয়েছেন। অক্ষর প্যাটেল এক ধাপ উঠে এই তালিকায় নতুন জায়গা পেয়েছেন। গত এক বছরটা দুর্দান্ত কেটেছে হার্দিক পান্ডিয়ারও। তিনি সরাসরি দুই ধাপ লাফিয়ে ‘গ্রেড সি’ থেকে ‘গ্রেড এ’-তে উঠে এসেছেন। ‘গ্রেড বি’-এর ক্রিকেটাররা বার্ষিক ৩ কোটি ও ‘গ্রেড এ’-এর ক্রিকেটাররা বার্ষিক ৫ কোটি টাকা পাবেন।
এবছর বিসিসিআইয়ের এই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তাদের মধ্যে বেশ কয়েকজন অতীতে দুর্দান্ত পারফরম্যান্স করলেও বর্তমানে ভারতীয় দলে আর নিয়মিত নন। এই ক্রিকেটাররা হলেন অজিঙ্কা রাহানে, ঈশান্ত শর্মা, ঋদ্ধিমান সাহা, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, ময়ঙ্ক আগারওয়াল ও হনুমা বিহারী।