এবারেই শেষ! আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের পর আর এভাবে মুখোমুখি হবে না ২ দল  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ, প্যাট কামিন্সরা এইবারের ভারত সফরে সকলকে চমকে দিতে মরিয়া। এই মুহূর্তে টেস্ট ফরম্যাটে অপ্রতিরোধ্য ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া। ২০২১-এর শুরুতে ভারতের বিরুদ্ধে নিজেদের ঘরের মাটিতে টেস্ট সিরিজ খোয়ানোর পর আর একটিও টেস্ট সিরিজে হারের মুখ দেখেনি অজিরা।

ভারতীয় দল এইমুহূর্তে পাখির চোখ করেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতাঅর্জনের বিষয়টি। কিন্তু সেই ফাইনালের যোগ্যতা অর্জন করতে গেলে ভারতকে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের যে কোনও ব্যবধানে জিততেই হবে। বিসিসিআইও অজিদের এই সফরটি নিয়ে অত্যন্ত সিরিয়াস। তাই আপাতত চার ম্যাচের টেস্ট সিরিজের কেবলমাত্র প্রথম দুটি ম্যাচের স্কোয়াড ঘোষনা করেছে তারা। ওই সিরিজের খেলোয়াড়দের প্রাথমিক পারফরম্যান্স দেখে বাকি দুই টেস্ট ম্যাচের স্কোয়াড নির্বাচন করা হবে।

   

ভারত বনাম অস্ট্রেলিয়া এই টেস্ট সিরিজটি আরও একটি কারণে বিশেষ হতে চলেছে। বিসিআই ঘোষণা করেছে বর্ডার-গাভাস্কার ট্রফির এই সংস্করণটি শেষবারের মতো চার ম্যাচের ভিত্তিতে খেলা হবে। এরপর থেকে ভবিষ্যতে যখনই অস্ট্রেলিয়া বা ভারতীয় দল একে অপরের দেশে সফরে যাবে তখন তারা কমপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। দুই ক্রিকেট বোর্ডের নেওয়া এই সম্মিলিত সিদ্ধান্ত একটু চমকে দিয়েছে অনেক ক্রিকেটপ্রেমীদের।

team indian test

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), রবি অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনদকাট, সূর্যকুমার যাদব।

ভারত সফরের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড:

ডেভিড ওয়ার্নার
উসমান খাওয়াজা
মার্নাস ল্যাবুশানে
স্টিভেন স্মিথ (সহ-অধিনায়ক)
ট্র্যাভিস হেড
ম্যাট রেনেশ
পিটার হ্যান্ডসকম্ব
অ্যালেক্স ক‍্যারি (উইকেটরক্ষক)
ক্যামেরন গ্রিন
অ্যাশটন অ্যাগার
ন‍্যাথান লিয়ন
মিচেল সুইপসন
টড মার্ফি
প্যাট কামিন্স (অধিনায়ক)
মিচেল স্টার্ক
জশ হ্যাজেলউড
স্কট বোল্যান্ড
ল্যান্স মরিস

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর