বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল দক্ষিণ আফ্রিকায় ইতিহাস তৈরি করেছে শেফালী ভার্মার (Shafali Verma) নেতৃত্বাধীন ভারতীয় অনূর্ধ্ব ১৯ মহিলা দল। ভারতের ক্রিকেট ইতিহাসে প্রথমবার তারা অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ (Under 19 Women’s World Cup) জয় করেছে। গোটা টুর্নামেন্ট জুড়ে অসাধারণ বোলিং করেছেন বাংলার তিতাস সাঁধু। এছাড়াও গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে অসাধারণ ছন্দে ছিলেন শ্বেতা শেরাওয়াত। গতকাল ফাইনালে ইংল্যান্ড কে মাত্র ৬৮ রানে আটকে ৬ ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে ভারত।
এরপর তারা শুভেচ্ছার বন্যায় ভেসে গিয়েছেন। ২০২০ সালের সিনিয়র ভারতীয় মহিলা দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারা শেফালী ভার্মা যেন কিছুটা শাপমুক্ত হতে পেরেছেন। তার চোখে দেখা গিয়েছে আনন্দাশ্রু। ভারতীয় সিনিয়র পুরুষ দলের লখনৌ তে হাড্ডাহাড্ডি ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর পর ভারতীয় অনূর্ধ্ব ১৯ মহিলা দলের প্রতি নিজেদের শুভেচ্ছা জ্ঞাপন করেছে।
এই দুর্দান্ত জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শ্বেতা শেরাওয়াত (২৯৮) এবং ভারতের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক পার্সিভা চোপড়াকে (১১) আলাদা করে অভিনন্দন জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড। এছাড়া বিজয়ী দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের জন্য ৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে তারা।
এই জয়ের পর সচিব জয় শাহ বলেছেন, “ভারতীয় অনূর্ধ্ব ১৯ মহিলা দল অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের অসাধারণ সাফল্যের মাধ্যমে সমগ্র দেশকে গর্বিত করেছে। শেফালী ভার্মার নেতৃত্বাধীন দল যাবতীয় বাঁধা কাটিয়ে উঠে অসাধারণ দক্ষতা এবং দৃঢ়তা দেখিয়েছে। বিসিসিআই সর্বদাই বয়সভিত্তিক ক্রিকেটকে মূল্যায়ন করেছে এবং এই বিশ্বকাপ জয় ভারতে নারী ক্রিকেটের উন্নতির আরেকটি লক্ষণ। বহুল প্রতীক্ষিত মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণের আগে তাদের এই সাফল্য মহিলাদের ক্রিকেটের প্রতি দেশের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।”
নতুন বোর্ড সভাপতি রজার বিনি বলেছেন, “অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপে ভারতীয় দলকে শিরোপা জয়ের জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। দলটি নির্ভীক দৃষ্টিভঙ্গি নিয়ে মাঠে নেমেছিল এবং বহুকাঙ্ক্ষিত ট্রফি জিতে ইতিহাস তৈরি করেছে। এটি ছিল টুর্নামেন্টের প্রথম সংস্করণ এবং শুরুতেই এই সাফল্য আসন্ন প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করার জন্য একটি মানদণ্ড স্থাপন করেছে।”