সৌরভ গাঙ্গুলির বড় সিধান্ত: ঘরোয়া ক্রিকেটাররা পাবেন বছরে ৭০ লক্ষ টাকা স্যালারি

করোনা ভাইরাসের কারণে সব স্থগিত করা হয়েছে। সব খেলা এবং টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী বছর হয়তো হতে পারে এই টুর্নামেন্ট। যদিও এরকম কোনো প্রচার হয়নি। তবে এবার বিসিসিআই ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়ানোর কথা ভাবছে।বিসিসি আই প্রধান সৌরভ গাঙ্গুলী এই সিদ্ধান্ত নিয়েছেন।

কারণ তার মতে পরে যাতে কোনো ক্রিকেটার আফসোস না করে তাই এই সিদ্ধান্ত। এদিকে প্রশাসক কমিটি দেশীয় ক্রিকেটারদের বেতন ২০০ শতাংশ বাড়িয়ে দেওয়ার বিষয়ে কথা বলেছিল এবং এখন বিসিসিআই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

sourav ganguly bcci 1572020121

কিন্তু কোরোনার জন্য অন্য দিকে খেলোয়াড় তারা বেতন কম পাবেন বলে জানা গেছিলো। এর মধ্যে বলা হয় বিসিসিআই যদি বেতন বাড়িয়ে দেয় তাহোলে ঘরোয়া খেলোয়াড়দের এক বছরের বেতন ৬০থেকে ৭০ লক্ষ টাকা হতেই পারে।

করোনার ভাইরাসের জন্য চলতি বছরের আইপিএলের ১৩ তম মরসুম বাতিল হতে পারে। আর এই খেলা বাতিল হলে বিসিসিআইয়ের কমপক্ষে ৮০০ কোটি লোকসান হতে পারে বলে জানা গেছে।


সম্পর্কিত খবর