৫ ছক্কার নায়ক রিঙ্কু সিং এখনও ব্রাত্য ভারতে! কেন? উত্তর দিলো BCCI

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তিনি যে প্রতিভাবান তা নিয়ে কোনও সন্দেহ নেই। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এরপর পরপর দুই মরশুমে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি সকলের নজরে চলে আসেন। রিঙ্কু সিং (Rinku Singh) বর্তমানে এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছেন যে সকলে তাকে জাতীয় দলে দেখার দাবি করছেন।

কিন্তু সম্প্রতি বিসিসিআই যে ওডিআই স্কোয়াড ঘোষণা করেছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য, সেখানে রিঙ্কু সিংয়ের জায়গা হয়নি। কেন নিজের সেরা ছন্দে থাকা সত্ত্বেও তাকে জায়গা দেওয়া হচ্ছে না, সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কেকেআরের জার্সিতে তিনি যে পরিণতবোধের পরিচয় দিয়ে ম্যাচ ফিনিশ করছিলেন, তা দেখে অনেকেই মুগ্ধ।

ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), শ্রীকর ভরত (উইকেট-রক্ষক), ইশান কিষাণ (উইকেট-রক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র অশ্বিন। জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নভদীপ সাইনি

কিন্তু এই মুহূর্তে রিঙ্কুর পক্ষে ভারতীয় ওডিআই দলে আসা সত্যিই কঠিন। কারণ সামনে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ থাকায় সেরা তারকাদের বিশ্রাম দেওয়া হচ্ছে না। ফলে এই মুহূর্তে নতুন কোনও মুখের পক্ষে স্কোয়াডে জায়গা করে নেওয়া একেবারেই সহজ নয়।

তবে টি-টোয়েন্টি একাদশে জায়গা হতে পারে রিঙ্কুর। কারণ সিনিয়র ক্রিকেটারদের মধ্যে অনেক তারকাকেই ওই ফরম্যাটে এখন বিশ্ৰাম দেওয়া হয়েছে ওই ফরম্যাটে। রিঙ্কু সেখানে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারলে ভবিষ্যতে ওডিআই ফরম্যাটের দরজাক খুলে যেতে পারে তার সামনে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর