শুধু আইয়ার-ঈশানকে নয়! এই ৫ তারকাকেও বাদ দিল BCCI, শেষের পথে কেরিয়ার

বাংলা হান্ট ডেস্ক: BCCI (Board of Control for Cricket in India) ইতিমধ্যেই খেলোয়াড়দের প্রসঙ্গে নতুন বার্ষিক চুক্তির বিষয়টি ঘোষণা করেছে। ওই চুক্তিটি ২০২৩-২৪ সালের জন্য জারি করা হয়েছে। যেখানে একাধিক তরুণ খেলোয়াড় জায়গা করে নিলেও তালিকায় স্থান পাননি কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়। শুধু তাই নয়, ওই তালিকা অনুযায়ী, ঈশান কিষান (Ishan Kishan) এবং শ্রেয়াস আইয়ারকে (Shreyas Iyer) চুক্তি থেকে বের করে BCCI কার্যত তাঁদের “শাস্তি” দিয়েছে। এদিকে, চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) মতো দুই অভিজ্ঞ খেলোয়াড়ও এই চুক্তি থেকে বাদ পড়েছেন। পাশাপাশি, শিখর ধাওয়ানকেও (Shikhar Dhawan) এই চুক্তিতে রাখা হয়নি। এইরকম মোট ৫ জন খেলোয়াড় এই চুক্তিতে স্থান পাননি। এমতাবস্থায়, তাঁদের কেরিয়ারের বিষয় এবার প্রশ্ন উঠতে শুরু করেছে।

তালিকায় স্থান পাননি এই পাঁচ খেলোয়াড়: চলুন, জেনে নিই ঠিক কোন পাঁচ অভিজ্ঞ খেলোয়াড় BCCI-এর জারি করা বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন:

১. চেতেশ্বর পূজারা: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর ফাইনালের পর থেকে এই খেলোয়াড় টিম ইন্ডিয়াতে এন্ট্রি পাননি। তবে, এর মধ্যে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেছেন পূজারা। এদিকে, চলমান রঞ্জি ট্রফিতেও তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তবে, প্রথমে তিনি দল থেকে বাদ যাওয়ার পরে, BCCI কেন্দ্রীয় চুক্তি থেকেও তাঁকে বাদ রেখেছে। এমতাবস্থায়, তাঁর ক্রিকেট কেরিয়ার স্তব্ধ হয়ে যাবে কি না সেই বিষয়ে জল্পনা শুরু হয়েছে। এমতাবস্থায়, তারুণ্যের এই যুগে তিনি ফের এই তালিকায় ফিরতে পারেন কি না সেটাই এখন দেখার বিষয়।

২. অজিঙ্কা রাহানে: ভারতকে টেস্ট ক্রিকেটে একাধিক স্মরণীয় জয় এনে দেওয়া শক্তিশালী ব্যাটার অজিঙ্কা রাহানে গত বছর IPL-এর পর ভারতীয় দলে খেলেছিলেন। তিনি WTC ২০২৩-এর ফাইনালও খেলেছিলেন এবং তারপরে সহ-অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিলেন। কিন্তু এরপর হঠাৎ করেই দলের বাইরে চলে যান তিনি। এখন তাঁকে বার্ষিক চুক্তিতেও রাখা হয়নি। তাঁর কেরিয়ার নিয়েও এখন প্রশ্ন উঠছে।

https://twitter.com/BCCI/status/1762815126145511808?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1762815126145511808%7Ctwgr%5E6d75d53fb8e73c8ab287d192d8412c910d985590%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fhindi.news24online.com%2Fsports-news%2Fbcci-annual-contract-cheteshwar-pujara-ajinkya-rahane-umesh-yadav-ishant-sharma-shikhar-dhawan-career-break%2F603306%2F

৩. উমেশ যাদব: ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার উমেশ যাদবও টিম ইন্ডিয়াতে জায়গা করে নিতে দীর্ঘদিন ধরে লড়াই করছেন। পূজারা ও রাহানের মতো তিনিও আগের চুক্তির অংশ ছিলেন। কিন্তু এখন তিনি নতুন চুক্তিতে জায়গা পাননি। এখন তাঁর প্রত্যাবর্তনকে ঘিরেও সন্দেহের মেঘ ঘনিয়ে আসছে।

আরও পড়ুন: SBI-র ছুটির নিয়মে বড় বদল! এবার থেকে রবিবারের পরিবর্তে এইদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

৪. শিখর ধাওয়ান: BCCI শিখর ধাওয়ানকেও নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত করেনি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, তিনি ২০২২ সালের ডিসেম্বরে টিম ইন্ডিয়ার হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন। পাশাপাশি, বর্তমানে কোনো ফরম্যাটেই শিখর আর দলের অংশ নন। তাই, তাঁর তার প্রত্যাবর্তনকে ঘিরেও সংশয় দেখা গিয়েছে।

আরও পড়ুন: লুকিয়ে ছিল গভীর সমুদ্রে, খুঁজে বের করলেন বিজ্ঞানীরা! উদ্ধার ২৪০ মিলিয়ন বছরের পুরনো চাইনিজ ড্রাগন

৫. ইশান্ত শর্মা: ভারতীয় দলের আরেক গুরুত্বপূর্ণ ফাস্ট বোলার ইশান্ত শর্মাও BCCI-র এই চুক্তির অংশ হতে পারেননি। গত ২ বছর ধরে তিনি দলে নেই। এখন তাঁর কেরিয়ারকে ঘিরেও জল্পনা শুরু হয়েছে। শুধু তাই নয়, তিনি টিম ইন্ডিয়াতে ফিরতে পারবেন কি না সেটাও বলা খুব কঠিন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর