বড় সিদ্ধান্ত নিলো BCCI! রোহিত ও কোহলিকে দল থেকে ছেঁটে কড়া মন্তব্য জয় শাহের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (West Indies vs India) খুঁড়িয়ে খুঁড়িয়ে জয় দিয়ে ওডিআই সিরিজে অভিযান শুরু করেছিল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু ভারতের ব্যাটিং একেবারেই সন্তুষ্ট করতে পারেনি সমর্থকদের। মূলত বোলারদের পারফরম্যান্সেই দুর্বল ওয়েস্ট ইন্ডিজকে কোনওক্রমে হারাতে সফল হয়েছিল মেন ইন ব্লুজ। তাই সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে কোনও পরিবর্তন থাকবে কিনা সেই নিয়ে সকলেই কৌতূহলী ছিলেন।

কিন্তু যে পরিবর্তন এদিন দেখা গেল তার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না ভারতীয় সমর্থকরা। দ্বিতীয় ওডিআই ম্যাচের ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে! ফলে দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তে সাধারণভাবে ওডিআই ফরম্যাটে সহ অধিনায়কের দায়িত্বে থাকা হার্দিক পান্ডিয়া।

   

এদিন বিরাট কোহলির জায়গায় দলে এসেছেন অক্ষর প্যাটেল এবং অধিনায়ক রোহিত শর্মার জায়গায় দলে জায়গা দেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। বহুদিন ধরেই এই তরুণ ভারতীয় ক্রিকেটার কেন প্রথম একাদশে কেন সুযোগ পাচ্ছেন না সেই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিলো। কিন্তু এভাবে যে তাকে সুযোগ দেওয়া হবে সেটা কেউ স্বপ্নেও ভাবেনি।

বিসিসিআই বা ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের একটা ব্যাখ্যা দিয়েছেন এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি জানিয়েছেন, “বিরাট আর রোহিত টানা ক্রিকেট খেলে যাচ্ছে। তাই তাদেরকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তৃতীয় ওডিআই ম্যাচে তারা তরতাজা ভাবে ফিরে আসবেন।”

দ্বিতীয় ওডিআই ম্যাচে ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠেছেন ঈশান কিষাণ। মাত্র ৫১ বলে নিজের ওডিআই কেরিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরিতে আজ তুলে নিয়েছেন তিনি। শেষপর্যন্ত ড্রেসিংরুমে ফিরেছেন ৫৫ বলে ৫৫ রান করে। তার সঙ্গে শুভমান গিলই ওপেন করছেন। ঈশানের তুলনায় বেশ কিছুটা সংযত ভঙ্গিতে ব্যাটিং করছিলেন তিনি। কিন্তু মাত্র ৩৪ রান করে তিনি আজও ড্রেসিংরুমে ফিরেছেন।

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর