ভারত-পাকিস্তান মহাযুদ্ধের আগে ফরমান BCCI-র, চার প্লেয়ারকে বিশ্বকাপ ছেড়ে ফিরতে হবে দেশে


বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই মরু দেশে মহাসমরে নামতে চলেছে ভারত এবং পাকিস্তান। ২৪ অক্টোবরের এই ম্যাচ নিয়ে এখন স্বাভাবিকভাবেই উত্তেজনা চরমে। দুই দলের প্র্যাকটিসও চলছে পুরোদমে। তবে এবার ভারতীয় দল থেকে চার নেট বোলারকে ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দিল বিসিসিআই। আইপিএল চলাকালীন একাধিক বোলারকে নেট বোলার হিসেবে যুক্ত করা হয়েছিল ভারতীয় দলের সঙ্গে। যাতে একদিকে তারা ভারতীয় দলের অনুশীলন সাহায্য করতে পারেন এবং নিজেরাও সমৃদ্ধ হতে পারেন।

তবে এবার ভারত-পাকিস্তান মহাযুদ্ধের আগেই একটি বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নভেম্বরেই শুরু হতে চলেছে ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলী ট্রফি। এই টুর্নামেন্টের জন্যই ফিরিয়ে নেওয়া হচ্ছে এই নেট বোলারদের। জানিয়ে রাখি, ভারতীয় দলের জন্য মোট আটজন নেট বোলার নির্বাচন করেছিল বিসিসিআই। তাদের মধ্যে স্পিনার হিসেবে ছিলেন শাহবাজ নাদিম, কৃষ্ণপ্পা গৌতম, কর্ণ শর্মা এবং ভেঙ্কটেশ আইয়ার আর জোরে বোলার হিসেবে ছিলেন উমরান মালিক, আবেশ খান, হর্ষল প্যাটেল এবং লুকমান মেরিওয়ালা।

কিন্তু বিসিসিআই তরফে জানানো হয়েছে শাহবাজ নাদিম, কৃষ্ণপ্পা গৌতম, কর্ণ শর্মা এবং ভেঙ্কটেশ আইয়ারকে ভারতে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ঘরোয়া টুর্নামেন্ট খেলার জন্য। বিসিসিআইয়ের একাধিক সংবাদমাধ্যমকে জানান, বিশ্বকাপ শুরু হওয়ার পরে খুব বেশি নেট সেশন হবে না, যে কারণে জাতীয় নির্বাচকরা মনে করছেন এই বোলারদের সৈয়দ মুস্তাক আলী ট্রফি খেলা উচিত। তাতে খেলোয়াড়রা ম্যাচ অনুশীলনের মধ্যে থাকবেন এবং তাদের অভিজ্ঞতাও বাড়বে। যদিও চার স্পিনারকে ফিরিয়ে নেওয়া হলেও চার জোরে বোলারকে দলের সঙ্গেই রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

অর্থাৎ বিসিসিআই চাইছে, টিম ইন্ডিয়ার প্র‍্যাকটিস সেশনের ক্ষেত্রে জোরে বোলারদের ওপর বেশি জোর দিতে। জানিয়ে রাখি, এবারের আইপিএলে ৩২ উইকেট তুলে নিয়ে সকলের দৃষ্টি আকর্ষন করেছিলেন হর্ষল প্যাটেল। একই সঙ্গে সেরা বোলার দের তালিকাতেও প্রথম স্থানে ছিলেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বোলার আবেশ খান ছিলেন দুই নম্বরে। আর সেই কারণেই ভারতীয় দলের নেট বোলার হিসেবে যুক্ত করা হয় তাদের। একই সঙ্গে পরবর্তী ক্ষেত্রে উমরান মালিকও তার গতি দিয়ে সকলের দৃষ্টি আকর্ষন করেছিলেন, তাই তাকেও সুযোগ দেওয়া হয় ভারতীয় দলে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর