মহম্মদ শামিকে নিয়ে বিশেষ বার্তা দিল BCCI, ভাবুক হল ফ্যানরা

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে হার নিশ্চয়ই বড় আঘাত দিয়েছে ভারতীয় সমর্থকদের। এই হারের ফলে ভারতের পরবর্তী রাস্তা যে আরও কঠিন হয়ে গিয়েছে নিয়েও কোন সন্দেহ নেই। কিন্তু তারপর থেকেই ভারতীয় সমর্থকদের অনেকেই জঘন্য ভাবে পূরণ করা শুরু করেছেন মোহাম্মদ শামিকে। খেলার মধ্যে টেনে নিয়ে আসা হচ্ছে তার ধর্মীয় পরিচয়। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

বীরেন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীর, শচীন টেন্ডুলকার, ইরফান পাঠানদের মতো তারকা ক্রিকেটাররা এর আগেই তীব্র প্রতিবাদ করেছেন। একথা ঠিক যে কোন খেলোয়াড়ের একদিন খারাপ যেতেই পারে, আর তাই শামিকে সমর্থন করে প্রত্যেকেই ট্রোলারদের প্রতি কড়া বার্তা দিয়েছেন। মনে রাখতে হবে বিশ্বকাপে এই শামিই ভারতের হয়ে হ্যাটট্রিক করেছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে যাওয়া ম্যাচ ব্যাট এবং বল হাতে জিতিয়ে দিয়েছিলেন তিনিই। পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে একা খারাপ বোলিং করেছেন তা নয় ব্যর্থ হয়েছেন অন্যান্য বোলাররাও। যার জেরেই লজ্জাজনক হার স্বীকার করতে হয়েছে ভারতকে।

আর এবার তাই প্রথমবার শামির পাশে দাঁড়িয়ে বড় বার্তা দিল বিসিসিআই। এদিন বিসিসিআই এর পক্ষ থেকে টুইটারে শামির একটি ছবি শেয়ার করা হয় এবং একই সঙ্গে লেখা হয়, “গর্বিত, শক্তিশালী। সামনের দিকে তাকান এবং এগিয়ে যান।” রবিবার দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১৫১ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতীয় ইনিংস।একমাত্র বিরাট কোহলির অর্ধশতরান ছাড়া আর কেউই সেভাবে বড় ইনিংস খেলতে পারেননি। ৩৯ রান করে পান্থ সাহায্য করেছিলেন ঠিকই কিন্তু তিনি আউট হতেই কার্যত ভেঙে পড়ে ভারতীয় ইনিংস।

https://twitter.com/BCCI/status/1452964970010791939?t=SBCFzNM54Me_ZztzPHj3-A&s=19

বল করতে নেমেও সেদিন পাকিস্তানের জন্য বড় কোন সমস্যা তৈরী করতে পারেনি ভারত। একথা ঠিক যে ৩.৫ ওভারে ৪৩ রান খরচ করে ফেলেছিলেন মোহাম্মদ শামিও, কিন্তু বাকিরাও কেউ তেমন আঁটোসাঁটো বোলিং করতে পারেননি। বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার কেউই সেভাবে পাকিস্তানের জয়ের পথে বাধা দিতে পারেননি। যার ফলে ১০ উইকেটে সহজেই জয় তুলে নেয় পাকিস্তান। কিন্তু একা শামিই এই হারের জন্য দায়ী এমনটা ভাবা কখনই উচিত নয়। এবার ভারতীয় দলের এই তারকা বোলারের পাশে দাঁড়িয়ে সেই বার্তাই দিল বিসিসিআই।

 

Abhirup Das

সম্পর্কিত খবর