বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ক্যারিবিয়ান সফরের দল নির্বাচনে বেশ কয়েকটি চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। খারাপ ফর্ম এবং বিশ্রাম দেওয়ার কারণে বাদ পড়েছেন বেশ কিছু অভিজ্ঞ তারকা। আবার বেশ কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার, যারা দীর্ঘদিন ধরে সুযোগের অপেক্ষা করছিলেন তাদেরকে দলে নিয়েছেন নির্বাচকরা। ১২ জুলাই থেকে আরম্ভ হতে চলা এই টেস্ট সিরিজে তাদের অনেককেই ভারতীয় দলের (Indian Cricket Team) একাদশে জায়গা পেতে দেখা যেতে পারে।
যদিও স্কোয়াডে যারা জায়গা পেয়েছেন, তাদের প্রত্যেকেই যে মাঠে নামবেন এমনটা নয়। আশা করা হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারের পর নতুন এই যাত্রায় বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করবে রাহুল দ্রাবিড়। ফলে দলে অনেক চমক দেখতে পাওয়ার সম্ভাবনা। যেহেতু মাত্র দুই ম্যাচের টেস্ট সিরিজ তাই সকল ক্রিকেটারকে সুযোগ দেওয়া সম্ভব নয়। অতীতে ভারতীয় দলের হয়ে ভালো পারফর্মেন্স করা সত্ত্বেও এই তিন ক্রিকেটারকে হয়তো বেঞ্চে বসেই কাটাতে হবে গোটা সিরিজ। এক নজরে দেখে নেওয়া যাক সেই দুর্ভাগা ক্রিকেটারদের নাম।
● শার্দূল ঠাকুর: ভারতের জার্সিতে অতীতে বিদেশের মাটিতে একাধিক টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ফাইনালের দলেও ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই তার পারফরম্যান্স ছিল নজরে পড়ার মতো। কিন্তু ভারতীয় দল খুব সম্ভবত, দুই স্পিনার নিয়ে মাঠে নামবে যার জন্য তার এই দলে জায়গা হবে না।
● অক্ষর প্যাটেল: ভারতের জার্সিতে ১২ টি টেস্ট খেলে ৫০ উইকেট নেওয়া এবং পাঁচশোর ওপর রান করা হয়ে গিয়েছে। কিন্তু এখনো ভারতীয় টেস্ট দলে নিয়মিত হতে পারেননি তিনি। অশ্বিন, জাদেজার মতো দুই স্পিনার অলরাউন্ডারের উপস্থিতি তাকে নিয়মিত হতে দেয়নি ভারতীয় দলে। মনে করা হচ্ছে সেই একই কারণে এবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও মাঠে নেওয়া হবে না তার গোটা সিরিজে।
● নভদীপ সাইনি: দীর্ঘদেহী এই পেসার ভারতের জার্সিতে বিভিন্ন ফরম্যাটে কয়েকবার মাঠে নেমেছেন। কিন্তু ধারাবাহিকভাবে কখনোই ভারতীয় দলের সুযোগ পাননি। তাকে এই সফরের স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু দলে বেশ কিছু তারকা ও অভিজ্ঞ পেসার না থাকা সত্ত্বেও হয়তো তার জায়গা হবে না প্রথম একাদশে।