আমাদের হাতে অত সময় নেই, পাকিস্তানে সিরিজ বাতিল প্রসঙ্গে জানালো সৌরভের বিসিসিআই

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান ক্রিকেটে কোন খারাপ ঘটনা ঘটলেই তার মধ্যে ভারতকে টেনে জড়ানোর চেষ্টা করেন অনেক প্রাক্তন পাকিস্তানি খেলোয়াড়রা। দুই দেশের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এই মুহূর্তে সিরিজ বন্ধ। কিন্তু তা বলে সব ঘটনায় ভারতকে টেনে দায়ী করার না আছে কোন যুক্তি, না আছে প্রয়োজনীয়তা। কিন্তু পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটাররা এসব মানেন না।

এমনকি নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করার পরেও সেই পুরনো প্রথাটিতেই ফিরে গেল পাকিস্তান। প্রথমে মিমের মাধ্যমে এর মধ্যে ভারতের হাত আছে বলে বার্তা ছড়িয়ে দেবার চেষ্টা করছিলেন পাকিস্তানি সমর্থকরা। তারপর সরাসরি বেশকিছু খেলোয়ারকেও দেখা যায় আইপিএলকে দায়ী করতে। কেউ কেউ তো এও বলেন আইপিএলের জন্য অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা তাদের ডিএনএ পরিবর্তন করতেও রাজি আছেন।

এই নিয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেনি বিসিসিআই। কিন্তু আধিকারীক রূপে কোন বয়ান জানি না করলেও এ ধরনের ঘটনায় তারা যে বিরক্ত এবার পরিষ্কার জানিয়ে দিলেন বিসিসিআইয়ের এক আধিকারিক। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের কাছে অত সময় নেই। আমি জানি না কেন কিছু পাকিস্তানের প্রাক্তন প্লেয়ার বিসিসিআইকে আক্রমণ করছে। রামিজ রাজা বলেছেন, কিছু অজি ক্রিকেটারও আইপিএল খেলার জন্য তাদের ডিএনএ পরিবর্তন করতে পারেন। এগুলোর মধ্যে আইপিএল কোথা থেকে আসছে? এটা কী ধরনের বিরক্তি? আমরা জানি পাকিস্তানের খারাপ লাগছে সিরিজ বাতিলের জন্য কিন্তু, তার জন্য ভারতকে সব জায়গায় টানার কোনও মানে হয় না।”

সাথে সাথেই তিনি জানিয়েছেন, আমরা চাই রামিজ রাজা নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট উন্নতি করুক। তিনি বোর্ড চেয়ারম্যান হয়েছেন এজন্য তাকে শুভেচ্ছাও জানাই। কিন্তু পাকিস্তানের সিরিজ বাতিলে ভারতের কোন হাত নেই। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও নানাভাবে বিভিন্ন বিষয় নিয়ে ভারতের বিরুদ্ধে মুখ খুলেছেন প্রাক্তন পাকিস্তানি খেলোয়াড়রা। তাদের মতে ভারত এইসময় ক্রিকেট অর্থনীতিতে অন্যতম শক্তিশালী দেশ। আর সেই কারণেই তাদের কথা মেনে চলে অন্য সমস্ত বোর্ড। এ যে কার্যত দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয় তা বলাই বাহুল্য।

 

X