শেষ বেলায় চমক BCCI-র, প্রথম ওয়ান ডে-র কয়েক ঘণ্টা আগে সুযোগ দিল এক মারাত্মক প্লেয়ারকে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল থেকে শুরু হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ। এদিকে, বিসিসিআই, শেষ মুহূর্তে ভারতীয় দলে একজন আগ্রাসী ব্যাটারকে অন্তর্ভুক্ত করেছে। এই সিরিজের শুরুর ঠিক আগে, অনেক খেলোয়াড়ের করোনায় আক্রান্ত হওয়া অধিনায়ক রোহিত শর্মার জন্য একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে নির্বাচকরা ওই খেলোয়াড়দের জায়গায় তরুণ কিছু খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছেন।

এই সূত্র মেনেই ভারতীয় দলে জায়গা পেলেন শাহরুখ খান। এই সিরিজে ব্যাক আপ হিসেবে শাহরুখ খানকে আগেই দলে জায়গা দেওয়া হয়েছিল। কিন্তু এখন ম্যাচের স্কোয়াডে ঢুকে পড়েছেন এই আগ্রাসী ব্যাটসম্যান। শাহরুখ শেষের ওভারগুলিতে ঝড়ের গতিতে রান তুলতে সক্ষম।

Shah Rukh Khan 2

আইপিএলে শাহরুখ তার পারফরম্যান্সে দিয়ে সকলের মন জয় করেছেন। একইসঙ্গে শাহরুখ খান বেশ কিছুদিন ধরে ঘরোয়া ক্রিকেটেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর হয়ে খেলার সময় শাহরুখ খান ৩৯ বলে ৭৯ রানের একটি ইনিংসও খেলেছিলেন, যার মধ্যে ছিল ৭ টি চার এবং ৬ টি ছক্কা। সৈয়দ মুস্তাক আলী ট্রফি ২০২১-এর ফাইনালে, তামিলনাড়ুকে শেষ বলে একটি ছক্কা মেরে ট্রফি জিতিয়েছিলেন তিনি।

তার ব্যাটিংয়ের সঙ্গে অনেকেই প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ছায়া খুঁজে পান। এই মুহূর্তে হার্দিক পান্ডিয়া বা জাদেজা না থাকায় ভারতীয় দলের একজন ফিনিশারের প্রয়োজন হয়ে পড়েছে। ফলে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবেন শাহরুখ।

Reetabrata Deb

সম্পর্কিত খবর