BCCI-এর আমন্ত্রণে ভারতের ম্যাচে উপস্থিত বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব ১৯ দল! সচিন জানালেন বিশেষ সম্মান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতীয় দল (Team India) সিরিজের শেষ ও নির্ধারক টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের। এর আগে রাঁচিতে প্রথম ম্যাচটি হারতে হয়েছিল ভারতকে। তারপর লখনউয়ের বিতর্কিত পিচে ম্যাচ জিতে সিরিজে সমতা পেরিয়েছিলেন হার্দিক পান্ডিয়ারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আজকের ম্যাচে যে দল সিরিজ জিতবে তারাই সিরিজের বিজয়ী হিসেবে চিহ্নিত হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) আমন্ত্রণ জানিয়েছে অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপজয়ী (Under 19 Women’s T20 World Cup) শেফালী ভার্মার (Shefali Varma) ভারতীয় দলকে।

এই মুহূর্তে ম্যাচটা চলাকালীন তারা উপস্থিত রয়েছে স্টেডিয়ামে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কিংবদন্তি সচিন টেন্ডুলকার এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহর এর সাথে বসে খেলার মজার উপভোগ করছেন তারা। আজ ম্যাচ শুরু হওয়ার আগে অবশ্য তাদেরকে বিশেষ সম্মান দিয়ে বরণ করে নেওয়া হয়।

   

ফাইনালে ইংল্যান্ডকে কার্যত উড়িয়ে দিয়েছিল ভারতীয় অনূর্ধ্ব ১৯ মহিলা দল। তিতাস সাঁধু, অর্চনা দেবীর দুর্দান্ত বোলিংয়ের দাপটে সেই ম্যাচ অতি সহজেই জিতে নিয়েছিল তারা। আজ সতীর্থদের উপস্থিতিতে সচিন টেন্ডুলকারের হাত থেকে বিসিসিআইয়ের তরফ থেকে পুরস্কার স্বরূপ ৫ কোটি টাকার চেক তুলে দেওয়া হয় শেফালী ভার্মার হাতে।

জয় শাহের তরফ থেকে এরপর টুইট করে বলা হয়, “আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ভারতরত্ন শ্রী সচিন টেন্ডুলকার এবং বিসিসিআই অফিসিয়ালরা ১লা ফেব্রুয়ারী নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যা ৬:৩০ নাগাদ অনুর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজয়ী ভারতীয় দলকে অভিনন্দন জানালেন। তরুণ ক্রিকেটাররা ভারতকে গর্বিত করেছে এবং আমরা তাদের কৃতিত্বকে সম্মান জানাই।”

সচিন এই অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে টুইটারে লেখেন, “ভারতীয় মহিলা ক্রিকেটের উন্নতি হচ্ছে! প্রথমে মহিলা প্রিমিয়ার লিগের ঘোষণা এবং এখন অনুর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। এই উদ্বোধনী বিশ্বকাপ জয়ের জন্য সমগ্র মহিলা দলকে অভিনন্দন। এই জয় পুরো প্রজন্মকে খেলাধুলা করতে অনুপ্রাণিত করবে।”

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর