বিসিআইতে চাকরি খালি, কীভাবে আবেদন করবেন জেনে নিন

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) একটি চাকরির শূন্যপদ প্রকাশ করেছে। মার্কেটিংয়ের জন্য বোর্ডের একজন জেনারেল ম্যানেজার প্রয়োজন। বোর্ড তার অফিসিয়াল ওয়েবসাইটে এই শূন্যপদের বিস্তারিত শেয়ার করেছে। বিসিসিআই (BCCI) জানিয়েছে, এই পদে আসা অফিসারের মেয়াদ হবে ৫ বছর। কারা এই পদে আবেদন করতে পারবেন তাও জানিয়েছে বোর্ড। বিসিসিআই-এর বর্তমান সভাপতি রজার বিনি। সেক্রেটারি পদে রয়েছেন জয় শাহ।

বিসিসিআই-এ জেনারেল ম্যানেজারের কাজ হবে মার্কেটিং সংক্রান্ত। তাকে বিপণন সংক্রান্ত একটি সম্পূর্ণ কৌশল তৈরি করতে হবে। এ জন্য তার অন্তত স্নাতকোত্তর হওয়া আবশ্যক। এর পাশাপাশি বয়স হতে হবে ৫৫ বছরের কম। আবেদনকারীকে অবশ্যই ব্যবসায় প্রশাসনে মাস্টার্স বা ডিপ্লোমা থাকতে হবে। অভিজ্ঞতার কথা বললে, তার জন্য অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকাও প্রয়োজন।

   

BCCI

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) একটি চাকরির শূন্যপদ প্রকাশ করেছে

বিসিসিআই কর্মকর্তারা খুব ভালো বেতন পান। মিডিয়া রিপোর্ট অনুসারে, বিসিসিআইয়ের চেয়ারম্যান বেতন হিসেবে পান ৩ থেকে ৪ কোটি টাকা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও তথ্য পাওয়া যায়নি এখনও। বিসিসিআইয়ের অন্যান্য কর্মকর্তাদের বেতনও বেশ অনেকটাই বেশি।

আপনি যদি বিসিসিআই-এর জেনারেল ম্যানেজার পদের জন্য আবেদন করতে চান, তবে এর জন্য আপনাকে বিসিসিআই-এর অফিসিয়াল ইমেলে সিভি পাঠাতে হবে। এই পদের জন্য আবেদন করা যাবে শুধুমাত্র ২৬ আগস্ট ২০২৪ পর্যন্ত। ভারতীয় ক্রিকেট দল সম্প্রতি শ্রীলঙ্কা সফরে গিয়েছিল। এখানে টি-টোয়েন্টি সিরিজে জিতেছিল ৩-০ ব্যবধানে। ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে হারতে হয়েছে। ভারত-শ্রীলঙ্কার মধ্যে প্রথম ওয়ানডে টাই হয়েছিল। কিন্তু এর পর টানা দুই ম্যাচ জিতে সিরিজ দখল করে শ্রীলঙ্কা।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর