টি-২০ বিশ্বকাপ নিয়ে আশঙ্কায় BCCI, আইপিএল টিমগুলিকে চিঠি লিখে করল এই আবেদন

বাংলা হান্ট ডেস্কঃ IPL 2021 এর দ্বিতীয় ধাপ সৌদি আরবে খেলা হচ্ছে। টুর্নামেন্টের ফাইনাল ১৫ অক্টোবর হবে। এর ঠিক দু’দিন পর বিশ্বকাপ শুরু হবে। আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার প্লেয়ারদের নাম ঘোষণা হয়ে গিয়েছে। টিমে জায়গা পাওয়া বেশীরভাগ খেলোয়াড় এখন আইপিএলে খেলছেন।

আর নিজেদের প্লেয়ারদের চোট, ওয়ার্কলোড থেকে বাঁচানোর জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সমস্ত আইপিএল ফ্রাঞ্চাইজিকে চিঠি লিখেছে। BCCI টি-২০ বিশ্বকাপে জায়গা করা সমস্ত খেলোয়াড়দের ওয়ার্কলোড কম করার আবেদন করেছে।

BCCI-র এই আবেদনের প্রভাব আইপিএলের সেকেন্ড হাফের প্রথম ম্যাচেই দেখা গিয়েছে। প্রথম ম্যাচ মুম্বাই আর চেন্নাইয়ের মধ্যে খেলা হয়েছিল। ওই ম্যাচে মুম্বাইয়ের তরফ থেকে দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আর হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) খেলেছিল না। বিশেষজ্ঞদের মতে, টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই ওই দুই খেলোয়াড়দের আরাম দেওয়া হয়েছিল।

IMG 20210920 111927

BCCI-র এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন যে, রোহিত শর্মা টি-২০ বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আর এই কারণেই আমরা কোনও ঝুঁকি নিতে চাই না। প্রথম ম্যাচে রোহিতকে আরাম দেওয়া মুম্বাইয়ের ভালো সিদ্ধান্ত ছিল। রোহিত সদ্য হাঁটুর আঘাত সেরে উঠেছে। আমরা মুম্বাই টিম আর রোহিত শর্মাকে জানিয়েছিলাম যে, আমাদের কাছে টি-২০ বিশ্বকাপ বেশি গুরুত্বপূর্ণ, যতটা সম্ভব খেলোয়াড়দের উপর চাপ কম দেওয়া।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর