টানা অফফর্মের জের, ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন বিরাট কোহলি!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রান করতে ভুলে গিয়েছেন বিরাট কোহলি। নানান প্রক্রিয়া অবলম্বন করেও তাকে রানে ফেরানো যাচ্ছে না। কিছুদিন আগে ম্যাচের পর্যালোচনা করার সময় তার প্রাক্তন আরসিবি সতীর্থ আরপি সিং বলেন যে কোহলির এতটা খারাপ ফর্ম আশা করেননি কেউই। তার মতে প্রয়োজনে বিরাটের জন্য ব্যাটিং অর্ডারে একটু রদবদলের চেষ্টা করে দেখা যেতে পারে। হয়তো নতুন কোনও ফর্মুলা পুরোনো বিরাট কোহলিকে ফিরিয়ে নিয়ে আসবে।

আরপি বলেছিলেন “সে এতবার এত দুরন্ত পারফরম্যান্স করেছে যে সে যে সেঞ্চুরি করতে পারছে না তা আমরা হজম করতে পারি না। কেউ স্বপ্নেও ভাবেননি যে কোহলি পরপর দুবার গোল্ডেন ডাকে আউট হবেন। কিছু পরিবর্তন করতে হবে যাতে সে ভুলে যেতে পারে গত দুই ম্যাচে যা হয়েছে।” সেই কথা মেনেই যেন পরেরদিন আরসিবির হয়ে ৩ নম্বরের বদলে ওপেন করতে নেমেছিলেন বিরাট। কিন্তু সেখানেও শোচনীয় ভাবে ব্যর্থ হন তিনি।

   

virat kohli 9

কিছুদিন আগেই কোহলি সম্পর্কে কথা বলতে গিয়ে, ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী বলেছেন, “আমি সরাসরি ভারতীয় দকের মূল খেলোয়াড়ের সঙ্গে যুক্ত ছিলাম দীর্ঘদিন। যদি কারোর বিরতির প্রয়োজন হয় তবে তাকে সেটা দেওয়া উচিত। সেটা দুই মাসের বিরতিই হোক বা দেড় মাসের। সেটা ইংল্যান্ড সফরের পরেই হোক বা ইংল্যান্ড সফরের আগে। তাদের এটা খুবই প্রয়োজন। বিরাট কোহলিও এই নিয়মের ব্যতিক্রম নন, কারণ তার এখনও ছয়-সাত বছরের ক্রিকেট বাকি আছে এবং আপনি মানসিক অবসাদের কারণে সেটা নিশ্চয়ই খোয়াতে চাইবেন না।” শাস্ত্রীর পরামর্শ শুনেই এই প্রক্রিয়া এবার বাস্তবায়ন করতে পারে বিসিসিআই।

আইপিএলের পরেই মে মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজ খেলবে ভারত। তার কিছু সময় পরেই তারা উড়ে যাবেন ইংল্যান্ডে। অধিনায়ক রোহিত শর্মা সিনিয়র ব্যাটার বিরাট কোহলি, লোকেশ রাহুল, কিপার রিশভ পন্ত, পেসার যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, স্পিনার রবীন্দ্র জাদেজা ইংল্যান্ডের যাওয়ার আগে যাতে পর্যাপ্ত বিশ্রাম পান তা দেখবে তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্পষ্টতই, সমস্ত খেলোয়াড় সব ম্যাচ খেলবেন না। কাউকে সম্পূর্ণ বিশ্রাম দেওয়া হতে পারে এবং কেউ আবার কয়েকটি গেম খেলতে পারে। খেলোয়াড়দের বিরতির সময়কাল প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সাথে কথা বলে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন। তবে এখন যা মনে হচ্ছে ইংল্যান্ড সফরের আগে তাকে মানসিক ভাবে তরতাজা করে তোলার জন্য বিসিসিআই হয়তো তাকে এর মধ্যে আর ভারতের জার্সি গায়ে নামার সুযোগ দেবে না।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর