মুম্বাইয়েও স্বস্তি নেই, সঠিক চিকিৎসার জন্য রিশভ পন্থকে নিয়ে যাওয়া হতে পারে লন্ডনে!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দেরাদুনের পর মুম্বইয়েও (Mumbai) সঠিক চিকিৎসা সম্ভব হল না। এবারে রিশভ পন্থকে (Rishabh Pant) নিয়ে যাওয়া হতে পারে লন্ডনে (London)। গত ৩০শে ডিসেম্বর একাই ড্রাইভ করে দিল্লি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন তারকা ভারতীয় উইকেটরক্ষক। সেই সময় হালকা ঢুলুনি আসায় ভারতীয় উইকেটরক্ষক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গার্ড রেলিংয়ে ধাক্কা মারেন। এরপর এক বাস ড্রাইভার ও কন্ডাক্টরের সাহায্যে তিনি নিজেই ফোন করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

রিশভ পন্তের হাঁটু এবং গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে তাকে ডাবল সার্জারি করাতে হচ্ছে। প্রায় ৯ মাসের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে আশা করা হচ্ছে। বিসিসিআই বুধবার পন্থকে দেরদুনের ম্যাক্স হাসপাতাল থেকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে উড়িয়ে এনেছে ঠিকই, তবে এখন অস্ত্রোপচারের জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।

   

rishabh pant sad

তবে কখন কিভাবে তাকে নিয়ে যাওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। আপাতত দিনশ পর্দিওয়ালার পর্যবেক্ষণে, তার লিগামেন্টের চোটের উপর পন্থের চিকিৎসা চলছে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন “রিশভকে খুব বেশি হট্টগোলের হাত থেকে রক্ষা করতে মুম্বাইতে আনা হয়েছিল। তার বিশ্রাম দরকার এবং দেরাদুনে তা সম্ভব নয়। এখানে, তিনি কড়া নিরাপত্তায় থাকবেন এবং শুধুমাত্র পরিবারের সদস্যরা তার সাথে দেখা করতে পারবেন। তিনি সেরে উঠলে, ডাক্তাররা তার লিগামেন্টের চোটের জন্য পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”

এই তথ্যের মধ্যেই তাকে নতুন করে লন্ডনে উড়িয়ে নিয়ে যাওয়ার আশঙ্কা শোনা যাওয়ায় উঠছে নানান রকম প্রশ্ন। তবে কি পন্থের আঘাত আরো গুরুতর যা জনসাধারণের সামনে প্রকাশ্য আনা হচ্ছে না। যদি সত্যিই তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয় তবে এই শারীরিক পরিস্থিতিতে বারবার করে তাকে স্থানান্তর করা কি তার স্বাস্থ্যের পক্ষে উপকারী? প্রশ্ন অনেক রয়েছে, তবে তার উত্তর আপাতত পাওয়ার সম্ভাবনা নেই।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর