এবার বিসিসিআই এর তরফ থেকে শোকজ নোটিশ পাঠানো হলো ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান তথা আইপিএলে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিকের কাছে। এই ভারতীয় ডানহাতি ব্যাটসম্যানকে সম্প্রতি দেখা গিয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে পোর্ট অফ স্পেনে শাহরুখ খানের দল টোবাগো নাইট রাইডার্স দলের ড্রেসিংরুমে।
আর এই প্রসঙ্গে বিসিসিআই এর এক কর্তাকে প্রশ্ন করা হলে তিনি জানান যে হ্যাঁ আমরা এই বিষয়টি লক্ষ্য করেছি এবং এই সংক্রান্ত বেশ কিছু ছবি ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। আর সেই জন্যই আমরা দিনেশ কার্তিককে শোকজ করেছি। রাহুল জোহরি যিনি এই মুহূর্তে বিসিসিআই এর সিইও তিনি বলেন যে কি করে বোর্ডের সাথে চুক্তি থাকা সত্ত্বেও দীনেশ কার্তিক সেখানে যেতে পারে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে দীনেশ কার্তিকের কাছে।
34 বছর বয়সি ভারতীয় ব্যাটসম্যান দিনেশ কার্তিককে দেখা গিয়েছে তিনি বেশ খোশমেজাজে টোবাগো নাইট রাইডার্স এর জার্সি গায়ে পড়ে সেখানকার ড্রেসিংরুমে বসে সেই দলের কোচ ম্যাকালামের সাথে গল্প করছেন।
আর এই ছবি প্রকাশ্যে চলে আসার পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে শোকজ করা হয় দীনেশ কার্তিককে। ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে বোর্ডের নিয়ম অনুসারে বোর্ড স্বীকৃত টুর্নামেন্ট ছাড়া আর কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করার নিয়ম নেই কার্তিকের কিন্তু তার সত্ত্বেও কার্তিক কী করে নিয়মের তোয়াক্কা না করেই টোবাগো নাইট রাইডার্স এর ড্রেসিংরুমে যেতে পারে।
বিশ্বকাপের দলে ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান দীনেশ কার্তিক সুযোগ পেলেও ভালো পারফরম্যান্স করতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন তিনি। তার পরেই এই ভাবে নিয়মের তোয়াক্কা না করে ক্যারিবিয়ান লিগে গিয়ে বোর্ডের তীব্র ভৎসনার শিকার হলেন দীনেশ কার্তিক। তবে বোর্ড সূত্রে জানানো হয়েছে সামনে বিজয় হাজারে ট্রফি তাই খুব তাড়াতাড়িই কার্তিক আমাদের শোকজের জবাব দেবেন এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে নেবে।