শুধু T-20 নয়, ODI অধিনায়কের দায়িত্বও খোয়াবেন রোহিত! এই সিরিজের আগেই হার্দিক হবেন স্থায়ী ক্যাপ্টেন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলে এই মুহূর্তে নিউজিল্যান্ড সফরে রয়েছে। সেখানে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তিনটি টি-টোয়েন্টি এবং তারপর শিখর ধাওয়ানের নেতৃত্বে তিনটি ওডিআই ম্যাচের সিরিজ খেলবে তারা। হার্দিক পান্ডিয়ার জন্য এই সিরিজটির বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সিরিজের ফলাফলের ওপর ভর করি সিদ্ধান্ত নেওয়া হবে যে হার্দিক ভবিষ্যতে ভারতীয় দলের স্থায়ী টি-টোয়েন্টি অধিনায়ক হয়ে উঠবে কিনা।

বিসিসিআইয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার কাছ থেকে কিছু খবর পাওয়া গিয়েছে যেখানে তিনি দাবি করেছেন যে রোহিত শর্মাকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে ছেঁটে ফেলা শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। বিসিসিআই রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে একেবারেই সন্তুষ্ট নন। ওডিআই ফরম্যাটেও তাকে শুধুমাত্র আসন্ন বিশ্বকাপ অবধি অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। ওডিআই বিশ্বকাপ যদি ভারত নিজেদের ঘরের মাটিতে দাঁড়িয়ে জিততে না পারে তাহলে ওই ফরম্যাটেও অধিনায়ক রোহিত শর্মার ভবিষ্যৎ অন্ধকার বলে জানিয়েছেন তিনি।

কিন্তু হার্দিক পান্ডিয়ার অফিসিয়ালি স্থায়ী টি-টোয়েন্টি অধিনায়কত্ব পাওয়ার ঘোষণাটা হবে কবে? সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী নতুন নির্বাচকমণ্ডলী দায়িত্ব নেওয়ার পর এবং এই সিরিজের হার্দিকের অধিনায়ক হিসেবে পারফরম্যান্স দেখার পরেই ব্যাপারটা চূড়ান্ত করা হবে। বিসিসিআই কোনও অতিমানবীয় পারফরম্যান্স আশা করছে না। তারা শুধু দেখতে চায় যে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ভারতীয় দল এবং তরুণ ক্রিকেটাররা লড়াই করার মতো মনের জোর দেখাতে পারে কিনা। ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে অসহায় আত্মসমর্পণ করেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত তেমনটা যাতে আর না হয় সেটাই নজরে রাখছে বিসিসিআই।

laxman hardik

সব ঠিকঠাক খেলে আগামী বছর শ্রীলঙ্কা দল যখন তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে ভারতে আসবে তখনই হার্দিক পান্ডিয়াকে টি-টোয়েন্টি ফরম্যাটের স্থায়ী অধিনায়ক ঘোষণা করে দেওয়া হতে পারে। রোহিত শর্মারা আর টি-টোয়েন্টি স্কোয়াডের অংশ হবেন কিনা সেই নিয়েও সন্দেহ থাকছে।

এদিকে নিউজিল্যান্ড বনাম ভারত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বাতিল হয়ে গিয়েছে। ওয়েলিংটনে প্রবল বৃষ্টিপাতের কারণে ম্যাচ শুরু করা যায়নি। আগামীকাল তাউড়াঙ্গায় ‘বে ওভাল’ স্টেডিয়ামে পরবর্তী ম্যাচ খেলতে নামবে ভারত ও নিউজিল্যান্ড।


Reetabrata Deb

সম্পর্কিত খবর