বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই জানা গিয়েছে যে আগামী ১৪ মার্চ থেকে শুরু হতে চলেছে চলতি মরশুমের IPL (Indian Premier League)। ঠিক তার আগেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই বছর BCCI বিশ্ব ক্রিকেটের বৃহত্তম এবং জনপ্রিয় এই T20 টুর্নামেন্টের জন্য কিছু নিয়ম তৈরি করেছে। যেখানে খেলার সময়ে মাঠে আচরণবিধি লঙ্ঘনকারী খেলোয়াড়দের বিরুদ্ধে নিয়মগুলি আরও কঠোর করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করছে BCCI। এখন তারা ICC-র আচরণবিধির নিয়ম বাস্তবায়ন করতে চলেছে।
IPL (Indian Premier League)-এ বড় সিদ্ধান্তের পথে BCCI:
এমতাবস্থায়, যেসমস্ত খেলোয়াড়রা মাঠের অভ্যন্তরে খারাপ আচরণ কিংবা দুর্ব্যবহার করবেন তাঁদের জন্য নেওয়া হবে কড়া পদক্ষেপ। গত রবিবার BCCI-এর সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। যেখানে এই বিষয়ে বড় ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। IPL (Indian Premier League) জেনারেল কমিটির একজন সদস্যর নাম প্রকাশ না করার শর্তে PTI-কে জানিয়েছেন যে, “এখন থেকে লেভেল ১, ২ বা ৩ অপরাধের জন্য ICC অনুমোদিত শাস্তি আরোপ করা হবে। এখনও পর্যন্ত IPL-এর নিজস্ব আচরণবিধি ছিল। কিন্তু, এবার ICC-র নিয়ম অনুযায়ী খেলার শর্ত অনুসরণ করা হবে।”
Harshit Rana almost blew a kiss to Abhishek Porel #KKRvsDC pic.twitter.com/WzaY3UjsYu
— Abhishek Yadav (@Abhishe61789563) April 29, 2024
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বছরের IPL (Indian Premier League)-এ খেলোয়াড়দের আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে একাধিক বিষয় সামনে এসেছিল। যেখানে IPL-এর নিজস্ব আচরণবিধি অনুযায়ী ওই খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তবে, এখন ICC-র নিয়ম লাগু হতে চলেছে।
আরও পড়ুন: হু হু করে বাড়বে দাম! টাটা গ্রুপের এই শেয়ারই বিনিয়োগকারীদের করে দেবে মালামাল
গত বছরের IPL (Indian Premier League)-এর মরশুমে আচরণবিধি লঙ্ঘনের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন KKR-এর ফাস্ট বোলার হর্ষিত রানা। তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটার মায়াঙ্ক আগরওয়ালকে আউট করার পর “ফ্লাইং কিস” দেন। এরপরে তাঁকে ২.৫ ধারার লেভেল-১-এর ভিত্তিতে ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করা হয়।
আরও পড়ুন: অবশেষে প্রতীক্ষার অবসান! এই দিন থেকে শুরু হতে চলেছে IPL, সামনে এল বড় আপডেট
যদিও, তারপরে, তিনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে একই ধরণের ঘটনার পুনরাবৃত্তি করেছিলেন। যার কারণে তাঁকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছিল। এর পরেও IPL (Indian Premier League)-এ বিভিন্ন ঘটনার সামনে এসেছিল। যেগুলিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে, এখন ICC-র নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।