আইপিএলের জনপ্রিয়তা কাজে লাগিয়ে বছরে দুবার আইপিএল করার কথা ভাবছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

আইপিএলের জনপ্রিয়তা এখন শুধুমাত্র ভারতবর্ষেই সীমাবদ্ধ নেই। ভারতবর্ষ ছাড়িয়ে পুরো বিশ্ব জুড়ে এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেট লীগ হিসাবে পরিচিত আইপিএল। আইপিএল এর জনপ্রিয়তার কথা মাথায় রেখে বছরে একবারের পরিবর্তে দুবার আইপিএল করার চিন্তাভাবনা করছে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আগে সেপ্টেম্বর অক্টোবর মাস জুড়ে ক্রিকেটের অন্যতম সেরা লিগ চ্যাম্পিয়ন্স লীগ অনুষ্ঠিত হত। কিন্তু পাঁচ বছর আগে এই লীগ বন্ধ হয়ে গিয়েছে। আর তাই সেই সময়টাকে কাজে লাগিয়ে সেপ্টেম্বর-অক্টোবর মাসে মিনি আইপিএল করার চিন্তাভাবনা শুরু করেছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

225880598d099d9b8218cee13f99bb021e858fc0d

আইপিএলে ফ্র্যাঞ্চাইজি গুলি যাতে আরো বেশি করে ম্যাচ খেলার সুযোগ পায় সেই কথা মাথায় রেখে সৌরভ গাঙ্গুলীর এমন চিন্তা ভাবনা। প্রতি বছর দুবার আইপিএল অর্থাৎ একটা মেইন আইপিএলের পাশাপাশি যদি একটা করে মিনি আইপিএল করানো যায় তাহলে আর্থিক দিক দিয়ে লাভবান হবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সাথে আর্থিক দিক দিয়ে আরো বেশি পরিমাণে লাভবান হবে আইপিএলে ফ্র্যাঞ্চাইজি গুলি। আর এই সমস্ত কারণ গুলি মাথায় রেখেই বছরে দুবার আইপিএল করানোর কথা চিন্তা ভাবনা করছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর