বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত-বাংলাদেশ ম্যাচ শেষ হওয়ার পর তিন দিন কেটে গিয়েছে। কিন্তু ওই ম্যাচ নিয়ে বিতর্ক শেষ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। ম্যাচে এক সময় এমন পরিস্থিতি এসেছিল যখন মনে হচ্ছিল বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারে। কিন্তু তারপর বৃষ্টি নামে এবং তারপরে যখন খেলা শুরু হয় তখন ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে যেতে শুরু করে বাংলাদেশ এবং পাঁচ রানে জয় পায় ভারত।
ওই ম্যাচ বৃষ্টির পর যখন পুনরায় আরম্ভ হচ্ছিল তখন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে বেশ কিছুক্ষন আম্পায়ারদের সঙ্গে তর্ক করতে দেখা যায়। বাংলাদেশ অধিনায়ক চাননি বৃষ্টি থামার পরে এত তাড়াতাড়ি খেলা আরম্ভ হোক। সেই দেখে অনেক বাংলাদেশ ক্রিকেট সমর্থক দাবি করেছেন ভারত বেকায়দায় রয়েছে দেখেই তড়িঘড়ি করে করে বৃষ্টি নামার পর এই ম্যাচ আরম্ভ করার চেষ্টা করা হয়। মাঠ তখন অবধি খেলার অনুপযুক্ত ছিল যখন খেলা আরম্ভ করা হয়েছিল বলে দাবি অনেকের।
এই দাবিকে এবার সমর্থন জানিয়েছেন প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি পাকিস্তানি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে কথা বলার সময় ইঙ্গিত করেছেন যে আইসিসি যেন তেন প্রকারেণ ভারতের সেমিফাইনালে টিকিট নিশ্চিত করতে বধ্যপরিকর। তিনি জানিয়েছেন যে সকলেই জানতো যে মাঠটা একেবারেই শুকনো নয়। তাও ভারতের যাতে কোন অসুবিধা না হয় সেজন্য তড়িঘড়ি খেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এবার আফ্রিদির এই মন্তব্যের সরাসরি বিরোধিতা করেছেন ভারতের বর্তমান বিসিসিআই সভাপতি রজার বিনি। ১৯৮৩ সালে ভারতকে বিশ্বকাপ জেতা না মিডিয়াম পেসার বলেছেন, “এগুলি ঠিক নয়। আমার কোন ভাবেই মনে হয়নি যে আইসিসি আমাদের অতিরিক্ত সুবিধা দিচ্ছে। সকলকেই ওখানে সমানভাবে দেখা হয়। আপনি এরকম কথা বলতেই পারেন না। ভারত ক্রিকেট বিশ্বের একটি মহাশক্তি তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু আমাদের সঙ্গেও বাকিদের মতোই আচরণ করা হয়।”
বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পরও ভারত নিজেদের গ্রুপের শীর্ষে রয়েছে। সুপার টুয়েলভ পর্যায়ের শেষ দিন জিম্বাবোয়ের মুখোমুখি হবে ভারতীয় দল। সেই ম্যাচে জয় পেলে ভারত গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে পৌঁছে যাবে। কিন্তু ভারত হারলে বাকি ম্যাচ গুলির ফলাফলের উপর নির্ভর করতে হবে তাদের।