ধোনির অবসর প্রসঙ্গে বিশেষ বার্তা দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি

বাংলাহান্ট ডেস্কঃ 2019 বিশ্বকাপের সেমিফাইনালের পর জাতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যায়নি প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। আর তারপর থেকেই ধোনির অবসর প্রসঙ্গ নিয়ে নানান জল্পনা শুরু হয়েছিল। সেই সময় বিসিসিআই প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে সৌরভ গাঙ্গুলী নিজের কামব্যাকের কথা মনে করিয়ে বলেছিলেন ধোনি আবার ফিরে আসবে, চ্যাম্পিয়নরা কখনই শেষ হয়ে যায় না। তবে ভারতীয় দলের দলের জার্সি গায়ে আর কামব্যাক করলেন না মহেন্দ্র সিং ধোনি। নিরবেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক।

গতকাল সন্ধ্যা 7:29 মিনিট নাগাদ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে নিজের ক্রিকেট ক্যারিয়ারের বিভিন্ন স্মৃতি তুলে ধরে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ms dhoni 759

ধোনির অবসর প্রসঙ্গে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বললেন, ” একটা যুগের অবসান ঘটল। ভারত তথা বিশ্ব ক্রিকেটে ধোনি এক বিরল প্রতিভা। ক্যারিয়ারের শুরু দিকে ওয়ানডে ক্রিকেটে নিজের ব্যাটিং দক্ষতা দিয়ে সাড়া ফেলে দিয়েছিল মহেন্দ্র সিং ধোনি। তারপর অধিনায়ক, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ধোনির মতো দক্ষ অধিনায়ক খুব কমই দেখেছে বিশ্ব ক্রিকেট। প্রত্যেক ভালো জিনিসেরই শেষ হয়। এক অসাধারণ ক্রিকেট ক্যারিয়ার। তার অবসর জীবনের সাফল্য কামনা করি।”


Udayan Biswas

সম্পর্কিত খবর