বাংলা হান্ট নিউজ ডেস্ক: নাহ রাজনীতিতে যোগ দিচ্ছেন না সৌরভ। নিজেকে নিয়ে ওঠা জল্পনার নিজেই অবসান ঘটালেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। জয় শাহ আগেই জানিয়ে দিয়েছিলেন যে সৌরভ বিসিসিআইয়ের সভাপতির পদ ছাড়ার কোনও বার্তা দেননি। এবার সংবাদমাধ্যমের সামনে সৌরভ বলে দিলেন যে অন্য কিছুই না, নিজস্ব উদ্যোগে তিনি একটি শিক্ষা সংক্রান্ত অ্যাপ লঞ্চ করতে চলেছেন।
সৌরভ গাঙ্গুলী নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, “১৯৯২ সালে ক্রিকেট খেলা শুরু করার পর এবছর তথা ২০২২ এ আমার ক্রিকেট যাত্রার ৩০ বছর পূর্ণ হতে চলেছে। এই সময়ের মধ্যে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। বিশেষ করে আপনাদের সকলের প্রচুর সমর্থন পেয়েছি আমি। যেভাবে আপনারা আমার পাশে সব সময় দাঁড়িয়েছেন এবং সমর্থন জুগিয়েছেন, তার জন্য আমি সকল ফ্যানেদের আমার ধন্যবাদ জানাতে চাই। আজ আমি এক নতুন যাত্রা শুরু করতে চলেছি যা অনেক মানুষকে সাহায্য করবে বলে আমার মত। আমি আশা করব, এক্ষেত্রে আপনারা আমাকে সমর্থন করবেন।” এই পোস্ট দেখেই জল্পনা বেড়েছিল যে তিনি রাজনীতিতে যোগ দিতে পারেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে এবার শিক্ষাব্যবস্থাকে একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করবে তার এই উদ্যোগ। খুব দ্রুত নিজের টিমের ব্যক্তিগত প্রচেষ্টায় তিনি বাজারে আনতে চলেছেন একটি বিশ্বব্যাপী টিউটোরিয়াল অ্যাপ। ওই অ্যাপটিতে ছাত্র-ছাত্রীদের সহজ পদ্ধতিতে টিউশনের ব্যবস্থা করা হবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে, এই অ্যাপটি গোটা বিশ্বের মানুষের জন্য উপলব্ধ থাকবে।
এখনও অবধি পাওয়া তথ্য থেকে জানা যে ইংরেজি ভাষার পাশাপাশি এই টিউটোরিয়াল অ্যাপে বাংলা ভাষা সহ বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও পড়াশোনা করার সুবিধা পাওয়া যাবে এই অ্যাপে। সেই সঙ্গে তার নামের সাথে রাজনীতির যোগ দেখেও আশ্চর্য এবং বিরক্ত হয়েছেন বিসিসিআই সভাপতি।