এক বছরের মধ্যেই আমরা ট্রফি পাব, ভারতের বিশ্বজয় নিয়ে বড় ঘোষণা সৌরভের

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপের লড়াই থেকে জঘন্যভাবে গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছে ভারতীয় দল। স্বাভাবিকভাবেই বিশ্বজয়ের প্রবল দাবিদার একটি দলের গ্রুপ পর্ব থেকে এইভাবে বিদায় নেওয়ায় মর্মাহত সমর্থকরা। ভারতীয় দলের জন্য এটি একটি চূড়ান্ত কঠিন মুহূর্ত, একদিকে যেমন অধিনায়কের বদল ঘটেছে তেমনি বদলে গিয়েছে দলের কোচও। নতুন কোচ হিসেবে দায়িত্বে এসেছেন দ্য ওয়াল রাহুল দ্রাবিড়। আগামী বছর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে অস্ট্রেলিয়ায়। রোহিতের নেতৃত্বে সেই বিশ্বকাপের মাঠে নামবে ভারতীয় দল।

এবার পরের বছরের এই বিশ্বকাপ নিয়েই বড় বয়ান দিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলী। বিসিসিআই প্রেসিডেন্ট পরিষ্কার জানিয়ে দিলেন আগামী এক বছরের মধ্যেই বিশ্বজয়ীর ট্রফি জয় করবে ভারত। এবারের বিশ্বকাপ জয়ের প্রবল দাবিদার হয়েও হতাশাজনকভাবে ছিটকে গিয়েছে ভারতীয় দল। তবে বিসিসিআই প্রেসিডেন্ট মনে করেন পরের সিরিজ এই কাম ব্যাক করবে বিরাট রোহিত বাহিনী এবং আবারও ক্রিকেটে ভারতকে পাওয়ার হাউসে পরিণত করবেন তারা।

তিনি বলেন, “বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল কিছু খারাপ ম্যাচের কারণে আউট হয়েছে, তবে ভারত আসন্ন সিরিজে শক্তিশালীভাবে ফিরে আসবে। প্রত্যাশা নিঃসন্দেহে বেশি ছিল কিন্তু এটা আনন্দের যে হতাশা সত্ত্বেও মানুষ ফলাফল মেনে নিয়েছে। তারা বিরক্ত ছিলেন, কিন্তু তারা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাননি।”

IMG 20211017 191754

সৌরভ এও জানান এক বছরের মধ্যেই বিশ্বজয়ীর মুকুট দখল করবেন বিরাট-বুমরাহরা। তিনি বলেন, “সবকিছুর পরে, বুমরাহ, শামি, রোহিত এবং কোহলি সবাই মানুষ। মাত্র দুটি বাজে ম্যাচ ছিল। এটা ছিল খুব খারাপ ৪০ ওভার। তারা ফিরে আসবে এবং এক বছরের মধ্যে আমরা এই একই ছেলেদের ট্রফি তুলতে দেখব।”

 

Abhirup Das

সম্পর্কিত খবর