খুব গভীর মানে আছে সৌরভ গাঙ্গুলির মেয়ের নামের, জানলে আপনিও বাহবা দেবেন

বাংলাহান্ট ডেস্ক : বাংলায় একটা কথা রয়েছে ‘বাবার মেয়ে’। প্রত্যেক বাবার কাছেই তার মেয়েরা একেবারে নয়নের মণি। নিজের মেয়ের প্রতি সব বাবারই ভালোবাসা, স্নেহ জন্ম দেয় এক আলাদা রূপকথার। প্রত্যেক মেয়ের কাছে তার বাবা পৃথিবীর সবচেয়ে আদর্শ পুরুষ। তাই প্রত্যেক বাবাই চায় তার মেয়েকে অন্যদের থেকে একটু হলেও স্পেশাল করে রাখতে। ঠিক এমনটাই হয়তো মনে করেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়া হোক বা টিভি, বিভিন্ন সময় ধরা পড়ে সৌরভ ও তার মেয়ে সানার খুনসুটির ছবি। মেয়ের প্রতি বাবার ভালোবাসাও বারবার চোখে পড়েছে নেটিজেনদের। দাদাগিরির বিভিন্ন পর্বে সানার বিভিন্ন খুনসুটি, দুষ্টুমি ও মোবাইল প্রীতির কথা সৌরভ নিজের মুখে বলেছেন দর্শকদের। বর্তমানে ইংল্যান্ডে নিজের উচ্চ শিক্ষা করছেন সৌরভ কন্যা সানা গাঙ্গুলী। মেয়ের সঙ্গে দেখা করতে প্রায়ই ইংল্যান্ড উড়ে যান সৌরভ। যে কোনও উৎসব পার্বণে মেয়েকে যে ভীষণভাবে মিস করেন তা বোঝাই যায় বাবার কথায়।

কিন্তু অনেকেই হয়তো জানেন না এই সানা নামের অর্থ কি? অক্ষর অনুযায়ী সানা খুবই ছোট একটি নাম। কিন্তু এর অর্থ জানলে অনেকেই অবাক হয়ে যাবেন। সানা আদতে একটি আরবি শব্দ। এই নামের ইংরেজি অর্থ হলো ব্রিলিয়ান্ট। বাংলায় যাকে বলে মেধাবী। বিস্তারিতভাবে বলতে গেলে এই শব্দের অর্থ, অসাধারণ আলোক উজ্জ্বল চরিত্রের এক ব্যক্তিত্ব।

jpg 20220703 135218 0000

প্রত্যেক বাবার কাছে তার কন্যা সন্তান খুবই স্পেশাল। তাদের আগমনে উজ্জ্বল হয়ে ওঠে গৃহমন্দির। তাই নিজের গৃহ মন্দিরকে অন্যদের থেকে আলাদা ও উজ্জ্বলতর করে রাখতেই হয়তো সৌরভ তার মেয়ের এই অর্থবহে নাম রেখেছেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর