বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী গত কয়েক মাস ধরে সবসময়ই খবরের শিরোনামে রয়েছেন। এবার ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় ও রবি শাস্ত্রীকে নিয়ে বড় ধরনের বক্তব্য রেখেছেন তিনি। সৌরভ গাঙ্গুলি এবং রাহুল দ্রাবিড় দীর্ঘদিন ধরে ভারতের হয়ে একসঙ্গে খেলেছেন।
সৌরভ গাঙ্গুলি বিশ্বাস করেন যে তাঁর প্রাক্তন সতীর্থ রাহুল দ্রাবিড়ের ভারতীয় কোচ হিসাবে সফল হওয়ার সমস্ত গুণ রয়েছে। গাঙ্গুলি মনে করেন যে দ্রাবিড়ের ‘তীক্ষ্ণতা, সতর্কতা এবং পেশাদারিত্ব’ এর মতো বৃহৎ গুণাবলী রয়েছে, যা তাকে ভারতীয় কোচ হিসাবে সফল করে তুলতে হবে। দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়।
প্রাক্তন ভারত অধিনায়ক শনিবার এখানে একটি ইভেন্টের ফাঁকে বলেছিলেন, “তিনি (দ্রাবিড়) তার খেলার দিনগুলির মতোই তীক্ষ্ণ, সতর্ক এবং পেশাদার ছিলেন।” একমাত্র পার্থক্য হল ভারতের হয়ে তাকে আর তিন নম্বরে ব্যাট করার দরকার নেই যেখানে তিনি বিশ্বের সেরা বোলারদের মুখোমুখি হয়েছেন এবং তিনি দীর্ঘ সময় ধরে সেখানেও তার ভূমিকা ভালভাবে পালন করেছেন। নতুন দায়িত্বের ক্ষেত্রেও তিনি দুর্দান্ত ভূমিকা পালন করবেন। কারণ তার মধ্যে ভারতীয় দলের প্রতি অনুগত্য এবং তার দক্ষতা আছে।
বিসিসিআই প্রধান হিসেবে, ভারতীয় কোচ হিসেবে দ্রাবিড়কে নিয়োগের ক্ষেত্রে গাঙ্গুলীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হয়েছেন। গাঙ্গুলি বলেছিলেন, “অন্য সবার মতো তিনিও ভুল করবেন, কিন্তু যতক্ষণ আপনি সঠিক কাজ করার চেষ্টা করবেন, ততক্ষণ আপনি অন্যদের চেয়ে বেশি সাফল্য পাবেন।” গাঙ্গুলি অবশ্য দ্রাবিড়কে তার পূর্বসূরি শাস্ত্রীর সাথে তুলনা করেছেন। গাঙ্গুলি বলেন, “তার ব্যক্তিত্ব অন্যরকম। একজন সর্বদা খবরে থাকে যা তার শক্তিশালী দিক এবং অন্যজন সর্বকালের সেরা খেলোয়াড় হওয়া সত্ত্বেও শান্তভাবে কাজ করবে। কোন দুই মানুষ একই ভাবে সফল হতে পারে না।”