রিশভ পন্থ কি বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ হবেন? কোথায় সমস্যা? বড় আপডেট দিলো BCCI

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মারাত্মক দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাস্থ্য পুনরুদ্ধার করে চলেছেন রিশভ পন্থ (Rishabh Pant)। এই মারাত্মক গাড়ি দুর্ঘটনা, যা তাকে অনির্দিষ্টকালের জন্য ২২ গজের থেকে দূরে ছিটকে দিয়েছে তার স্মৃতি এখনো ক্রিকেটপ্রেমীদের মনে টাটকা। কিন্তু পন্থ এখন প্রায় সুস্থ এবং তার ভক্তরা এখন তার প্রত্যাবর্তনের আশায় দিন গুনছেন। গত বছরের ৩০শে ডিসেম্বর ওই দুর্ঘটনার পর ছয় মাস কেটে গিয়েছে। পঞ্চায়েত ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সেগুলি তার রিকভারি সেশনের ছবি এবং ভিডিওগুলি দেখে বোঝা যায়।

এরই মধ্যে আইসিসি বিশ্বকাপের থেকে ১০০ দিন আগে ওই মেগা ইভেন্টের সম্পূর্ণ সূচি প্রকাশ করে দিয়েছে। ভারতীয় দল বিশ্বকাপ অভিযান শুরু করবে ৮ ই অক্টোবর। তার ঠিক তিন দিন আগে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের মধ্যে দিয়ে বিশ্বকাপের আরম্ভ হবে। সেই সময়ের মধ্যে নিজের ম্যাচ সম্পূর্ণভাবে তিনি ফিরে পাবেন কিনা পন্থ, সেই নিয়ে যদিও বড় প্রশ্ন থাকছে।

তবে রিশভ পন্থ নিজে এখনও যে ওই দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি কাটিয়ে উঠতে পারেননি সেটা বোঝা গেল আজকেই। তিনি ইনস্টাগ্রামে নিজের বায়ো আপডেট করার সময় চলতি বছরের পাঁচই জানুয়ারি তারিখটিকে নিজের দ্বিতীয় জন্ম বা পুনর্জন্ম হিসেবে তুলে ধরেছেন। ৩০শে ডিসেম্বর সেই দুর্ঘটনা ঘটার পর মাঝের কয়েকটা দিন রিশভ পন্থের কেমন কেটেছে সেটা এই পোস্ট থেকেই সহজেই অনুমেয়।

pant bio

প্রথমে সক্ষম হাসপাতাল এবং তারপর ম্যাক্স হাসপাতালে চিকিৎসার পর বিসিসিআই মুম্বাইয়ে নিয়ে এসে তার চিকিৎসা করিয়েছিল এবং সেখানেই তার অস্ত্রোপচার হয়েছিল। রিশভ পন্থের হাঁটুর তিনটি লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন। যতটা সময় লাগবে ভালো হয়েছিল তার চেয়ে দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠছেন। কিন্তু তার দেহের নিম্নভাগের জরতা কাটিয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

রিশভ পন্থের অনুপস্থিতিতে বেশ ভালই ভুগতে হয়েছে ভারতীয় টেস্ট দলকে। তারা ঘরের মাটিতে কোনরকমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজটিতে জয় পেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখ থুবড়ে পড়েছিল রিশভ পন্থের মতো একজন সাহসী ব্যাটারের অনুপস্থিতিতে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা চাইবেন যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে তিনি ভারতীয় দলে নিজের জায়গা দখল করুন।

 

X