শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের আইপিএল আয়োজন করার প্রস্তাবে জল ঢেলে দিল বিসিসিআই।

পুরো বিশ্বের সাথে সাথে এই মুহূর্তে ভারতবর্ষে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে বিসিসিআই এর তরফে জানানো হয়েছে ক্রিকেট এর থেকেও বড় হচ্ছে মানুষের জীবন সেই কারণে এবারের আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে বিসিসিআই এর তরফে। এই বছর আইপিএলের বল গড়াবে নাকি তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আর এমন পরিস্থিতিতে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের তরফে বিসিসিআই এর কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল যে বিসিসিআই চাইলে তারা এই বছর আইপিএল আয়োজন করতে প্রস্তুত। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেই প্রস্তাবকে নাকচ করে দিলেন।

এই বছর আইপিএল শুরু হওয়ার কথা ছিল 29 শে মার্চ থেকে। কিন্তু করোনার এর জন্য দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। আর সেই কারণে আইপিএল 15 ই এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে তাই দেশজুড়ে দ্বিতীয় দফায় লকডাউন চলছে, আর এমন পরিস্থিতে বিসিসিআই জরুরী বৈঠক করে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে।

   

230265411192e10402f8d172470dd2a05b21ab85f832753816c56cd6e930a647dd82c27c5

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের তরফে দাবি করা হয়েছে ভারতের থেকে শ্রীলঙ্কায় করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। সেই কারণে শ্রীলঙ্কাতে ভারতের আগে কোনো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তাই শ্রীলংকা ক্রিকেট বোর্ড নিজেদের দেশে আইপিএল আয়োজন করতে চেয়ে বিসিসিআই কে চিঠি দিয়েছিল। তারপর থেকেই এবার আইপিএল শ্রীলঙ্কাতে আয়োজন হবে এই নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছিল ক্রিকেটমহলে। কিন্তু এই দিন বিসিসিআই এর এক কর্তা সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন। তিনি সরাসরি জানিয়ে দিলেন যে করোনা ভাইরাস যখন জন্য গোটা বিশ্ব জুড়ে মহামারী আকার ধারণ করেছে, সেই পর্যায়ে দাঁড়িয়ে এই মুহূর্তে এইসব প্রস্তাব নিয়ে কিছুই ভাবতে চাইছে না বিসিসিআই।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর