বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপে ভারতের দুঃস্বপ্নের দৌড় শেষ হয়েছে সোমবার। নামিবিয়ার বিরুদ্ধে জয় দিয়ে সফর শেষ করলেও এবার বিশ্বকাপের পরবর্তী পর্যায়ে পৌঁছাতে পারেনি ভারতীয় দল। তবে বিশ্বকাপের সফর শেষ হলেও থেমে থাকছে না ক্রিকেট। কারণ আরব আমিরশাহীতে মহাযুদ্ধ শেষে ভারতে আসছে নিউজিল্যান্ড। বিশ্বজয়ের দৌড় থেকে ভারত যে প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছে তার একটা বড় কারণ হল নিউজিল্যান্ড। তাই আগামী টি-টোয়েন্টি সিরিজে তাদের বিরুদ্ধে বদলা নিতে চাইবে মেন ইন ব্লু।
আজ সেই লড়াইয়ের জন্য দল ঘোষণা করে দিলো বিসিসিআই। একইসঙ্গে ঘোষণা করা হল টি-টোয়েন্টি নতুন অধিনায়কের নামও। প্রত্যাশা মতই ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন রোহিত শর্মা। ভবিষ্যতের কথা মাথায় রেখে সহ-অধিনায়ক করা হল কে এল রাহুলকে। আগে থেকেই জানা গিয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে বিশ্রাম নিতে পারেন দলের একাধিক বর্ষিয়ান খেলোয়াড়। সেই সূত্র ধরেই দলে সুযোগ পাননি বিরাট কোহলি।
তবে মূলত যে বিষয়টি সকলের নজর কাড়বে তা হল বিশ্বকাপের আগে যে বরণ চক্রবর্তীর উপর সবথেকে বেশি ভরসা করেছিলেন নির্বাচকরা, বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পর তাকে আর সুযোগ দেওয়া হয়নি ভারতীয় দলে। সুযোগ পাননি রহুল চাহারও। বরং ফের একবার দলে ফিরেছেন যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেলরা। একইসঙ্গে সুযোগ দেওয়া হয়েছে বর্ষিয়ান স্পিনার রবীচন্দ্রন অশ্বিনকেও।
বিশ্লেষকদের অনেকেই বলছিলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাধিক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হতে পারে। সেই সূত্র ধরেই এবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন আইপিএলের এক ঝাঁক তারকা রুতুরাজ গায়কোয়াড, শ্রেয়স আইয়ার, আবেশ খান, হর্ষল প্যাটেল এবং ভেঙ্কটেশ আইয়ারের তরুণরা এবার ভারতীয় দলে নিজেদের প্রমাণ করার সুযোগ পেতে চলেছেন।
NEWS – India’s squad for T20Is against New Zealand & India ‘A’ squad for South Africa tour announced.@ImRo45 named the T20I Captain for India.
More details here – https://t.co/lt1airxgZS #TeamIndia pic.twitter.com/nqJFWhkuSB
— BCCI (@BCCI) November 9, 2021
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি২০ স্কোয়াডঃ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), কেএল রাহুল (ভাইস ক্যাপ্টেন), রুতুরাজ গায়কোয়াড, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ঈশান কিশান, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, আর অশ্বিন, অক্ষর প্যাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ