BCCI এর Team Mask Force এর ফ্যান হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একটি ইচ্ছেও প্রকাশ করলেন তিনি

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বিসিসিআই (BCCI) এর টিম মাস্ক ফোর্সের অভিযানকে স্বাগত জানিয়েছেন। বিসিসিআই করোনা ভাইরাসের লড়াইয়ে মাস্কের ব্যবহার বাড়ানোর জন্য এই অভিযান শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটারে লেখেন, ‘আজকের সবথেকে গুরুত্বপূর্ণ টাস্ক হল … টিম মাস্ক ফোর্সের (Team Mask Force) অংশ হওয়া। ছোট কিন্তু প্রয়োজনীয় তৎপরতা আমাদের সুরক্ষিত রাখবে। এই বিষয়ে সবার সচেতনতা ছড়ানো উচিৎ।”

বিসিসিআই একটি ভিডিও বানিয়েছে, যেখানে সবাইকে মাস্ক পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে টিম মাস্ক ফোর্স।

বিসিসিআই এর ওই ভিডিওতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি, ক্রিকেটার স্মৃতি মান্ধানা, রোহিত শর্মা, হরভজন সিং, মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর, বীরেন্দ্র শহবাগ, রাহুল দ্রাবিড়, মিতালী রাজ এবং মাস্টার ব্লাস্টার সচিন তেন্দুলকারকে দেখা যাচ্ছে।

ট্যুইটারে বিসিসিআই লেখে, ‘টিম ইন্ডিয়া এখন টিম মাস্কফোর্স হয়ে গেছে। করোনার লড়াইয়ে সবাই একজোট হন। সেতু আরোগ্য মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।” আপনাদের জানিয়ে দিই, বিসিসিআই এর আগে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৫১ কোটি টাকা দান করেছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর