কোহলির ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার কোন প্রশ্নই নেই, জল্পনা উড়িয়ে জানালো সৌরভের বিসিসিআই

বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিন ধরেই লাগাতার আলোচনা চলছে এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফলাফল ভালো না হলে সীমিত ওভারের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বিরাট কোহলিকে। বিসিসিআইয়ের এক শীর্ষ আধিকারিকের সূত্রেই সংবাদমাধ্যমে এসেছিল এই খবর। জানা গিয়েছিল সীমিত ওভারের অধিনায়কত্ব তুলে দেওয়া হতে পারে রোহিত শর্মার হাতে। তবে টেস্টের অধিনায়কত্ব থাকবে কোহলির কাছেই।

কিন্তু এবার বিসিসিআই এই খবরকে সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করল। বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল সোমবার পরিষ্কার জানিয়েছেন এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বোর্ডের মধ্যে। এর সবটাই কার্যত মিডিয়ার তৈরি করা। ধুমাল আইএএনএসকে বলেন, “এটা সম্পূর্ণ বাজে কথা এবং এরকম কিছু ঘটতে যাচ্ছে না। এ নিয়ে শুধু মিডিয়ায় আলোচনা চলছে। বিসিসিআই এই বিষয়ে আলোচনা করেনি।”

শোনা গিয়েছিল, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর কোহলির দল নির্বাচন নিয়ে খুশি ছিলনা বোর্ড। পেসার সহায়ক একটি উইকেটে কেন দুজন স্পিনার খেলানো হল তাই নিয়েও নাকি একটি বৈঠক হয়েছিল বিসিসিআইয়ের মধ্যে। এদিন এই বৈঠকের কথাও উড়িয়ে দিয়েছেন ধুমাল। তিনি পরিষ্কার জানিয়েছেন, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেও কোহলির হাতেই থাকছে সমস্ত ফরম্যাটের অধিনায়কত্বের ভার।

IMG 20210913 134622

বিরাট কোহলি ভারতের অন্যতম সফল ক্যাপ্টেন হিসেবে পরিচিত হলেও তার ক্যাবিনেটে নেই কোন আইসিসি ট্রফি। আর সেই কারণেই অনেকে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম সামনে তুলে এনেছিলেন। কারণ টি-টোয়েন্টি ফরম্যাটে চারটি ট্রফি রয়েছে রোহিতের দখলে। তবে এই সবই যে কার্যত হাওয়ায় ভাসা খবর, তা পরিষ্কার জানিয়ে দিল সৌরভের বিসিসিআই।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর