ভারতীয় মহিলা দলের চূড়ান্ত সমালোচনা প্রাক্তন অধিনায়কের! পাশে দাঁড়ালেন BCCI সচিব জয় শাহ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের (Women’s T20 World Cup) প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ রানের ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ভারতীয় দল (Team India)। বৃহস্পতিবার নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত হাই ভোল্টেজ সেমিফাইনালে ভারতীয় দল এইমুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহিলা দলের কাছে হার মানতে বাধ্য হয়েছে নিজেদের করা কিছু ভুলের জন্য। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে কেউ কেউ হতাশ আবার কেউ কেউ বড় ম্যাচে নিয়মিত ভাবে ব্যর্থ হবার ধারা নিয়ে প্রশ্ন তুলছেন।

এই ম্যাচের পরে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের (BCCI) সচিব জয় শাহ (Jay Shah) সেমিফাইনালে ভারতীয় দলের লড়াইকে এবং টুর্নামেন্টে তাদের পারফরম্যান্সের জন্য হরমনপ্রীতদের প্রশংসা করেছেন। তিনি বৃহস্পতিবার টুইট করে লিখেছেন, “মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলকে একটি কঠিন পরাজয় স্বীকার করতে হয়েছে। কিন্তু মাঠে তারা যে মনোভাবের প্রদর্শন করেছেন তার জন্য তাদেরকে কুর্নিশ। তারা সকলেই সত্যিকারের যোদ্ধা।”

জয়সহ ভারতীয় দলের পাশে দাঁড়ালেও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ডায়ানা এডুলজি স্মৃতিদের উপর কঠোর মনোভাব পোষণ করেন। তিনি ভারতীয় মহিলা অনূর্ধ্ব ১৯ দলকে সিনিয়র দলের চেয়ে বেশি সক্ষম বলে মনে করেন। নিজের বক্তব্যে তিনি বলেছেন, “আমি সিনিয়রদের তুলনায় অনূর্ধ্ব-১৯ দলকে অনেক ফিট বলে মনে করছি। ফাইনালে তাদের ভেঙে পড়তে দেখিনি। সিনিয়র দলের ক্ষেত্রে ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত একই ভুলের পুনরাবৃত্তি ঘটে চলেছে।

কাল টস ভাগ্যও সাথ দেয়নি ভারতের। অধিনায়ক হরমনপ্রীতের খেলা নিয়ে সংশয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি দলে ছিলেন। টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ওপেনার বেথ মুনির অর্ধশতরান ও অজি অধিনায়ক মেগ ল্যানিংয়ের ৪৯ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৭২ রান তুলেছিল অজিরা। ভারতীয় বোলারদের মধ্যে কারোর পারফরম‍্যান্স বলার মত ছিল না।।

এরপর ব্যাট করতে নেমে দুই ওপেনার এবং ৩ নম্বরে নামা ইয়াস্তিকা ভাটিয়াকে দ্রুত হারাতে হলেও জেমিমা রদ্রিগেজ এবং হরমনপ্রীত কৌরের লড়াইয়ে ভর করে ম্যাচে ফিরেছিল ভারত। কিন্তু জেমিমা ৪৩ রান করে আউট হওয়ার পর শুরু হয় বিপত্তি। রিচা ঘোষ (১৪) যাকে নিয়ে সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অত্যন্ত বেশি ছিল তিনি এই গুরুত্বপূর্ণ ম্যাচের হতাশ করলেন। নিজের অর্ধশতরান সম্পূর্ণ করার পর হরমনপ্রীত (৫২) রান আউট হওয়ার পর থেকেই খেলা ঘুরতে শুরু করে। শেষপর্যন্ত দীপ্তি শর্মা (২০) কিছুটা চেষ্টা করলেও ১৬৭ রানের বেশি তুলতে পারেনি ভারত।

Reetabrata Deb

সম্পর্কিত খবর