জয় শাহের বড় উদ্যোগ, বিশ্বকাপে ফ্রি-তে দর্শকদের এই সুবিধা দেবে BCCI! ধন্য ধন্য করছেন ভক্তরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাঝে আর মাত্র ২টি মাস। তারপরেই ভারতের মাটিতে আরম্ভ হবে ওডিআই ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার বিশ্বযুদ্ধ। শেষবার এই হাইভোল্টেজ আইসিসি (ICC) টুর্নামেন্ট (2023 ODI World Cup) আয়োজিত হয়েছিল ইংল্যান্ডের মাটিতে এবং সেখানে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে আয়োজক ইংল্যান্ড ট্রফি ঘরে তুলেছিল। এবার দেশের মাটিতে রোহিত শর্মার ভারতীয় দল (Indian Cricket Team) একই কীর্তি গড়তে পারেন কিনা সেদিকে নজর থাকবে সকলের।

বিসিসিআইকে বেশ কাঠ খড় পুড়িয়ে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব নিতে হয়েছে। ভারতীয় সরকারের সঙ্গে কর সংক্রান্ত বিষয় নিয়ে আইসিসির বিরোধ দেখা গিয়েছিল। সেই বিরোধ মিটতে বেশ কিছুটা সময় লেগেছিল। তাই আসন্ন ওডিআই বিশ্বকাপের সম্পূর্ণ সূচি নির্ধারণেও বেশ কিছুটা বিলম্ব হয়েছে।

   

তাছাড়া ভারতের বৃষ্টির মরশুম, একাধিক স্টেডিয়ামের মধ্য থেকে যোগ্য স্টেডিয়ামগুলি বেছে নেওয়া এবং প্রতিবেশী দেশ পাকিস্তানের আইসিসির কাছে পেশ করা বেশ কিছু আজব ও যুক্তিহীন দাবি, এই জাতীয় সমস্ত কিছু সমস্যার সমাধানের পর বিশ্বকাপের সূচি নির্ধারিত করতে পেরেছে বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিকরা।

jay shah binny

এবার বিসিসিআই যুদ্ধকালীন তৎপরতায় শেষ মুহূর্তের প্রস্তুতি গুলি সেরে নিচ্ছে। বেশি সংখ্যক দর্শক যাতে মাঠে আসতে আগ্রহী হন সেই কারণে বেশ কিছু অভিনব উদ্যোগ নিতে চলেছে জয় শাহরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই উদ্যোগগুলির মধ্যে অন্যতম একটি হলো পানীয় জল সংক্রান্ত।

জয় শাহ জানিয়েছেন যে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বড় উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে। মাঠের মধ্যে পানীয় জল সংক্রান্ত সমস্যায় মাঝেমধ্যেই ভুগতে হয় সমর্থকদের। বেশ কিছু স্টেডিয়ামে জলের দাম এতটাই বেশি থাকে যে মধ্যবিত্ত সমর্থকদের পক্ষে খুব সমস্যা হয়ে যায় সাধারণ জল ওই বিশাল মূল্যে কিনে খাওয়ার ক্ষেত্রে। তাই বিসিসিআই জানিয়েছে যে এই মুহূর্তে তারা চেষ্টা করছে যাতে প্রতিটা স্টেডিয়ামে বিশ্বকাপ চলার সময় দর্শকদের বিনামূল্যে শুদ্ধ পানীয় জল দেওয়া যায়। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন ক্রিকেট সমর্থকরা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর