বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবশেষে ঘটলো যাবতীয় জল্পনার অবসান। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে টি টোয়েন্টি ফরম্যাটের সাথে সাথে একদিনের ক্রিকেটেও নেতা হিসেবে দেখা যাবে রোহিত শর্মা-কে। এরকম কিছু যে হতে পারে সেই আশঙ্কা অনেকেই করেছিলেন। তবে শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফর থেকেই বিরাট-কে একদিনের ক্রিকেটের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ক্রিকেট মহলে।
টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন বিরাট। তার পরে রোহিতের অধিনায়কত্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম টি টোয়েন্টি সিরিজে দুরন্ত জয় পায় ভারত। ২০২৩ একদিনের ক্রিকেটের বিশ্বকাপের আগে রোহিত যাতে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর পর্যাপ্ত সময় পান, সেইজন্যই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে।
এটা অনেকটা পরিস্কার ছিল যে বেশ কিছু সিলেক্টর সাদা বলের দুই ভিন্ন ফরম্যাটে দুই আলাদা অধিনায়ক রাখার নীতির বিপক্ষে ছিলেন। তারা চাইতেন রোহিত শর্মা একাই সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক হোক। কারণ সীমিত ওভারের ফরম্যাটে আইপিএলে রোহিতের রেকর্ড।
বিরাট কোহলি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারলেও টেস্টে অধিনায়ক হিসেবে তার রেকর্ড দুর্দান্ত। তাই নির্বাচকরা চান কোহলি টেস্ট ফরম্যাটের অধিনায়কত্বেই শুধূমাত্র মনোযোগী থাকুক। তবে কোহলির মতো তারকাকে তিনি নিজে না চাইলে রাতারাতি সরিয়ে দেওয়া সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। এখন দেখার এই সিদ্ধান্ত-কে সঠিক প্রমাণিত করতে পারেন কিনা রোহিত শর্মা