BCCI বনাম কোহলি দ্বন্দ্ব আরও একবার এলো প্রকাশ্যে, শততম টেস্টে বিরাটকে উপহার একরাশ হতাশা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের একবার প্রকাশ্যে এল বিবিসিআই বনাম কোহলি সংঘাত। যেদিন থেকে তিনি টি টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন সেদিন থেকে তার এবং বিসিসিআইয়ের মধ্যে যেন এক ছায়াযুদ্ধ চলে যাচ্ছে। এবার বিরাট কোহলির শততম টেস্ট দর্শকশুন্য মাঠে খেলানোর সিদ্ধান্ত নিল বিসিসিআই।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দর্শকদের অনুপস্থিতিতে টি টোয়েন্টি সিরিজ টি আয়োজনের কথা থাকলেও শেষ টি টোয়েন্টি ম্যাচে কলকাতায় দর্শকদের মাঠে আসতে দেওয়া হয়েছিল। চলতি শ্রীলঙ্কা সিরিজও একই ভাবে আয়োজিত হচ্ছে। কিন্তু পাঞ্জাবের মোহালিতে বিরাট কোহলির শততম টেস্ট হবে দর্শকশূন্য ভাবেই।

   

virat kohli a

পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশনের সিনিয়র কোষাধ্যক্ষ আরপি সিংলা শনিবার একটি সংবাদ সংস্থাকে বলেছেন, “হ্যাঁ, বিসিসিআই-এর নির্দেশিকা অনুসারে টেস্ট ম্যাচের জন্য এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় ছিল না। সাধারণ দর্শকদের অনুমতি দেওয়া হবে না।” প্রায় তিন বছর পর মোহালিতে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় তা দেখতে মাঠে না আসতে পেরে ভক্তরা নিশ্চয়ই হতাশ হবেন।

তবে কোহলির উজ্জ্বল ক্রিকেট কেরিয়ারের এই গৌরবময় উপলক্ষটি উদযাপন করতে পিসিএ স্টেডিয়াম জুড়ে ‘বিলবোর্ড’ লাগাচ্ছে। তিনি বলেন, ‘আমরা বড় বড় বিলবোর্ড লাগাচ্ছি এবং আমাদের পিসিএ এপেক্স কাউন্সিলও বিরাটকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআই-এর নির্দেশ অনুযায়ী ম্যাচের শুরুতে বা শেষে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনে তা করবে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর