এই মুহূর্তে করোনা ভাইরাস সারা বিশ্বজুড়ে বড়সর থাবা বসিয়েছে। সারা বিশ্বের সাথে সাথে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতবর্ষেও। কোরোনা ভাইরাসের কারণে 29 শে মার্চ থেকে আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে 15 ই এপ্রিল করে দেওয়া হয়েছিল। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতিতে দিকে এগোচ্ছে তাতে 15 ই এপ্রিল থেকে আইপিএল শুরু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বিসিসিআইকে এমনটাই জানিয়েছেন এক বিসিসিআই কর্মকর্তা।
জানা গিয়েছে এবার যদি আইপিএল না হয় তাইলে সব মিলিয়ে পাঁচ হাজার থেকে সাত হাজার কোটি টাকার মতো আর্থিক ক্ষতি হবে বিসিসিআইয়ের। সেই কারণেই স্পন্সরদের কথা এবং আইপিএল ফ্রাইঞ্চজি গুলির কথা মাথায় রেখে জুলাই মাস নাগাদ আইপিএল করার কথা চিন্তা ভাবনা শুরু করেছেন বিসিসিআই কর্মকর্তারা।
করোনা ভাইরাসের কারণে যদি কোন কারণে এবারের বিশ্বকাপে দেরিতে হয় তাহলে সেই সময়ে আইপিএল করার কথা চিন্তা ভাবনা করছেন সৌরভ গাঙ্গুলীর বোর্ড। এছাড়াও করোনা ভাইরাসের কারণে এশিয়া কাপ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সময়টাতে আইপিএল করার কথা ভাবা হয়েছে। যদি পরিস্থিতি কিছুটা অনুকূল নয় তাহলে ফাঁকা গ্যালারিতেও আইপিএল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যেকোনো পরিস্থিতিতে আইপিএল করতে মরিয়া বিসিসিআই।