বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে এখনই ছাড়তে নারাজ খোদ বিসিসিআই। একই অবস্থান নেওয়া হয়েছে বিসিসিআই সেক্রেটারি জয় শাহকে নিয়েও। মেয়াদ উত্তীর্ণ হলেও প্রয়োজনে সংবিধান সংশোধন করে তাদেরকে আরও কিছু সময় রেখে দেওয়ার কথা ভাবা হচ্ছে। এবারে এই লক্ষ্য নিয়ে সুপ্রিম কোর্টেও আবেদন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
<span;>এরই মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি <span;>কৃষ্ণ মুরারি<span;> এবং <span;>এন ভি রমনে<span;>র নেতৃত্বাধীন একটি বিশেষ বেঞ্চকে এই প্রসঙ্গে বোর্ডের আইনজীবী পি এস পাটওয়ালিয়া জানিয়েছেন যে তারা ২০১৯-২০ নাগাদ সংবিধান সংশোধনের বিষয়টি নিয়ে আবেদন জানিয়েছিল আর আদালত আরও দুই সপ্তাহ পরে বিষয়টি তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছিল। কিন্তু কোভিডের জেরে তখন সমস্যার সমাধান হয়নি।
<span;>প্রসঙ্গত, লোধা কমিটি এর আগে এই সংবিধানের কিছু নীতি সংস্কার করার জন্য যে সুপারিশগুলি করেছিল তা মেনে চললে সুপারিশ অনুযায়ী, রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন বা বিসিসিআইয়ের কোনও পদে টানা ছয় বছরের কাজ করার পর সেই নির্দিষ্ট ব্যক্তিদের তাদের দায়িত্ব ছেড়ে আগামী তিন বছর সময় অবধি কুলিং অফ পিরিয়ডে থাকতে হবে যা নিয়ে বিসিসিআইয়ের আপত্তি রয়েছে। তারা পাকাপাকিভাবে কুলিং অফ পিরিয়ড বিষয়টির অবলুপ্তি ঘটাতে চাইছে।
<span;>সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ জানিয়েছে, বিষয়টি যাতে আগামী সপ্তাহের মধ্যে তালিকাভুক্ত করে ফেলা হয় সেই চেষ্টা তারা করবে। যাদের নিয়ে এত জল্পনা সেই সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ এখন ইংল্যান্ডে রয়েছেন। কয়েকদিন আগে সৌরভ গাঙ্গুলীর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানে একসাথে দেখা গিয়েছে তাদের।